সিডনি জঙ্গি হামলাতে বিস্ফোরক মন্তব্য ইমাম প্রধানের

sydney-terror-attack-imam-ilyasi-statement

নয়াদিল্লি: সিডনির বন্ডি বিচে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে (Sydney terror attack)। নিরীহ মানুষের প্রাণহানিতে স্তব্ধ মানবতা। এই ঘটনার প্রেক্ষিতে বিস্ফোরক ও তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ড. ইমাম উমর আহমেদ ইলিয়াসি। তাঁর বক্তব্যে উঠে এসেছে মানবতা, শান্তি এবং ধর্মের নামে উগ্রপন্থার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর বার্তা।

ড. ইলিয়াসি বলেন, অস্ট্রেলিয়ায় ঘটে যাওয়া এই ঘটনা অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য যতই নিন্দা করা হোক না কেন, তা যথেষ্ট নয়। নিরীহ মানুষদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, যা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে, তারা মানবতার শত্রু তারা শয়তান। কিন্তু যে ব্যক্তি মানুষকে বাঁচানোর চেষ্টা করেছিল, সে একজন মুসলমান ছিল। এটিই ইসলামের আসল শিক্ষা।”

   

চলছিল উগ্রপন্থী ব্রেইনওয়াশ! ৭ জনের বিরুদ্ধে চার্জশীট NIA এর

প্রধান ইমাম জোর দিয়ে বলেন, ইসলাম কখনও প্রাণ নেওয়ার কথা বলে না, বরং জীবন রক্ষা করাই ইসলামের মূল দর্শন। তাঁর কথায়, “ইসলাম মানে জীবন বাঁচানো, হত্যা নয়।” তিনি স্বীকার করেন যে আজকের দিনে ইসলামের নাম ব্যবহার করে বিশ্বজুড়ে উগ্রপন্থা ও সন্ত্রাসবাদ ছড়ানো হচ্ছে, যা প্রকৃত ইসলামের চরম অবমাননা।

ড. ইলিয়াসির মতে, এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ হল উগ্রপন্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই। তিনি বলেন, “আজ ইসলামের নাম নিয়ে র‍্যাডিক্যালাইজেশন হচ্ছে, সন্ত্রাসবাদী সংগঠনগুলি সক্রিয় রয়েছে। তাই এখন সময় এসেছে এই উগ্রপন্থাকে শেষ করার, সন্ত্রাসবাদকে সম্পূর্ণভাবে নির্মূল করার।” তাঁর এই বক্তব্যে স্পষ্ট, ধর্ম নয়—মানুষই সবার আগে।

এই প্রসঙ্গে তিনি এক গুরুত্বপূর্ণ ঘোষণাও করেন। অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান হিসেবে, ভারতের প্রায় সাড়ে পাঁচ লক্ষ মসজিদের পক্ষ থেকে তিনি জানিয়েছেন, আসন্ন শুক্রবার দেশের সমস্ত মসজিদে সিডনি হামলায় নিহত নিরীহ মানুষের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হবে। এই উদ্যোগের মাধ্যমে বিশ্বকে একটি শক্তিশালী বার্তা দেওয়া হবে—মানবতা ও শান্তিই সব ধর্মের মূল ভিত্তি।

প্রধান ইমাম বলেন, “মানবতাই আমাদের সবচেয়ে বড় ধর্ম।” তাঁর এই মন্তব্য শুধু মুসলিম সমাজের মধ্যেই নয়, সমস্ত ধর্ম ও সম্প্রদায়ের মানুষের কাছে এক গভীর তাৎপর্য বহন করে। বর্তমান সময়ে যখন সন্ত্রাসবাদ ধর্মের পরিচয়কে কলুষিত করার চেষ্টা করছে, তখন এই ধরনের বক্তব্য সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক বোঝাপড়ার পথে নতুন আলো দেখাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক মঞ্চে এই ধরনের বক্তব্য উগ্রপন্থার বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কারণ, ধর্মীয় নেতাদের মুখ থেকে স্পষ্ট ও দ্ব্যর্থহীন বার্তা সাধারণ মানুষের মনে প্রভাব ফেলে। ড. ইলিয়াসির এই অবস্থান প্রমাণ করে যে সন্ত্রাসবাদের কোনও ধর্ম হয় না, আর মানবতার পক্ষেই সব সত্যিকারের ধর্মীয় মূল্যবোধ দাঁড়িয়ে থাকে। সিডনি হামলার পর এই বার্তা বিশ্ববাসীর কাছে এক স্পষ্ট আহ্বান—ঘৃণা নয়, মানবতাই হোক একমাত্র পথ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন