ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়েছিলেন, ইংরেজদের সঙ্গে চোখে চোখ রেখে অবধি কথা বলার সাহস দেখিয়েছলেন। এবার সেই শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতীর (Swami Swaroopanand Saraswati) প্রয়াণ হল। জানা গিয়েছে, রবিবার তাঁর মৃত্যু ঘটেছে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৯ বছর।
মধ্যপ্রদেশের নরসিংহপুরে জয়তেশ্বর পরমহংসী গঙ্গা আশ্রমে রবিবার মৃত্যু হয় তাঁর। এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবধি। আশ্রম সূত্রে জানা গিয়েছে, গত এক বছর ধরে তিনি গুরুতর অসুস্থ ছিলেন এবং কয়েকদিন ধরে তাঁকে আশ্রমে তৈরি অস্থায়ী হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টেও রাখা হয়েছিল। শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী মধ্যপ্রদেশের সিওনি জেলার দিঘোরি গ্রামে জন্মগ্রহণ করেন। স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়ে তিনি কারাগারে যান।
স্বামী স্বরূপানন্দ সরস্বতী মহারাজ কোটি কোটি সনাতন হিন্দুর বিশ্বাসের স্তম্ভ। স্বামী স্বরূপানন্দ সরস্বতী মধ্যপ্রদেশ রাজ্যের সিওনি জেলার দিঘোরি গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।
নয় বছর বয়সে তিনি বাড়ি ছেড়ে ধর্মের পথে যাত্রা শুরু করেন। এই সময়ে, তিনি উত্তর প্রদেশের কাশীতেও পৌঁছেছিলেন এবং এখানে তিনি ব্রহ্মলিন শ্রী স্বামী করপাত্রী মহারাজের কাছ থেকে বেদ, বেদ, বেদ, শাস্ত্রের পাঠ গ্রহণ করেছিলেন। জানলে অবাক হবেন, ১৯৪২ সালের এই সময়ে মাত্র ১৯ বছর বয়সে তিনি বিপ্লবী সন্ন্যাসী হিসেবে বিখ্যাত হয়ে উঠেছিলেন, কারণ সে সময় দেশে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা সংগ্রাম চলছিল।