ট্রাম্পের ‘শুল্ক-ত্রাসের’ প্রত্যুত্তরে বইছে ‘স্বদেশিকতার’ হাওয়া

লখনউ: আমেরিকায় পণ্য রপ্তানি করলে ভারতকে দিতে হবে ৫০% শুল্ক। ট্রাম্পের ‘শুল্ক-ত্রাসের’ জেরে ভারতে বইছে স্বদেশিকতার হাওয়া। একদিকে মঙ্গলবার আত্মনির্ভর ভারতের লক্ষ্যে আহমেদাবাদের হানসালপুরে মারুতি…

ট্রাম্পের 'শুল্ক-ত্রাসের' প্রত্যুত্তরে বইছে 'স্বদেশিকতার' হাওয়া

লখনউ: আমেরিকায় পণ্য রপ্তানি করলে ভারতকে দিতে হবে ৫০% শুল্ক। ট্রাম্পের ‘শুল্ক-ত্রাসের’ জেরে ভারতে বইছে স্বদেশিকতার হাওয়া। একদিকে মঙ্গলবার আত্মনির্ভর ভারতের লক্ষ্যে আহমেদাবাদের হানসালপুরে মারুতি সুজুকির প্রথম ব্যাটারি-চালিত এসইউভি Maruti Suzuki eVitara-র প্রথম ইউনিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), অন্যদিকে স্বদেশী পণ্য ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। মঙ্গলবার তিনি দোকানদার এবং জনগণকে স্বদেশী জিনিস বিক্রি ও কেনার জন্য অনুরোধ করেন। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রধানমন্ত্রী দেশবাসীকে স্বদেশী জিনিস বেচাকেনার জন্য আহ্বান জানাচ্ছেন। আমিও সেই উদ্দেশ্যেই জনগণকে বার্তা দিচ্ছি”।

সোমবারই আসন্ন নবরাত্রি, ধনতেরাস, দীপাবলিতে ভারতবাসীকে স্বদেশী পণ্য ব্যবহারের জন্য অনুরোধ জানান প্রধানমন্ত্রী। আহমেদাবাদে একাধিক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে স্বদেশীকতার আবেগকে তুলে ধরেন তিনি। স্থানীয় ক্ষুদ্র এবং কুটির শিল্পকে সমগ্র দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “নবরাত্রি, বিজয়া দশমী, ধনতেরাস, দীপাবলির মত উৎসবের মরশুমে আমাদের সংস্কৃতি ফুটিয়ে তোলার পাশাপাশি ভারতের স্বনির্ভরতারও উদযাপন করা উচিৎ। তাই ভারতে তৈরি পণ্য কেনাই আমাদের মন্ত্র হওয়া উচিৎ। ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে উপহার, যাই কিনবো তা যেন মেড ইন ইন্ডিয়া (Made in India) হয়। পাশাপাশি, ব্যবসায়ীদের আমদানিকৃত পণ্য বিক্রি না করতে উদ্বুদ্ধ করেন তিনি।

   

উল্লেখ্য, ভারত থেকে আমদানি হওয়া পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা। স্থানীয় সময় ২৭ অগাস্ট ভোর ১২টা ১ মিনিট থেকে (EST) এই নতুন শুল্ক কার্যকর হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এই শুল্ক কার্যকর করা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত নির্বাহী আদেশ ১৪৩২৯ অনুযায়ী, যা গত ৬ আগস্ট জারি হয়েছিল। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করা বা গুদাম থেকে ছাড়া যেকোনও ভারতীয় পণ্যের উপরেই ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসবে। তালিকাভুক্ত বহু ভারতীয় রফতানি পণ্যের উপর এই বাড়তি চাপ কার্যকর হবে। এই পরিস্থিতিতে ‘আত্মনির্ভর ভারত’-কেই সমাধানের অন্যতম পথ বলে বেছে নিয়েছে শাসক-শিবির তা বলাই বাহুল্য।

Advertisements