
হিমাচল প্রদেশের উনা জেলায় ফের পাকিস্তানি চিহ্নযুক্ত বেলুন উদ্ধারের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। শনিবার সকালে উনা জেলার চ্যালেট গ্রামের একটি বাড়ির ছাদে সন্দেহজনক বেলুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বেলুনটির গায়ে পাকিস্তানের জাতীয় পতাকার চিহ্ন ছিল এবং তাতে লেখা ছিল ‘PIA’—পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স।
ঘটনার তদন্ত শুরু
ঘটনার খবর পেয়ে দৌলতপুর পুলিশ পোস্টের ইনচার্জ রাভিপাল তাঁর দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ বেলুনটি উদ্ধার করে হেফাজতে নেয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের এলাকা তল্লাশি চালানো হয়, তবে অন্য কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
আগেও এই ধরনের বেলুন উদ্ধার
এই ঘটনার কয়েক দিন আগেই উনা জেলার গাগরেট উপবিভাগের তাতেহরা গ্রামে একই ধরনের তিনটি বেলুন উদ্ধার হয়েছিল। সেগুলির গায়েও পাকিস্তানের পতাকার চিহ্ন ছিল এবং লেখা ছিল ‘I Love Pakistan’। পরপর এই ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বেলুনগুলিতে কোনও বিস্ফোরক বা ইলেকট্রনিক ডিভাইস সংযুক্ত ছিল না। তবে একাধিক এলাকায় একই ধরনের বেলুন পাওয়ায় বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। বেলুনগুলি কোথা থেকে এসেছে এবং কী উদ্দেশ্যে ছাড়া হয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।










