মুম্বই: দিল্লির লালকেল্লা বিস্ফোরণের আতঙ্কে ত্রস্ত দেশবাসী। এই আবহে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি বাস টার্মিনাসে (CST) একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখে বোমাতঙ্ক! খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় একটি বোমা সনাক্তকরণ এবং নিষ্ক্রিয়করণ দল (BDDS)।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিকেল ৪.৪৫ মিনিট নাগাদ বাস স্ট্যান্ডে একটি লাল রঙের সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটিকে পুঙ্খানুপুঙ্খভাবে জরিপ করে বোমা সনাক্তকরণ এবং নিষ্ক্রিয়করণ দল। তবে সৌভাগ্যবশত ব্যাগটিতে কোনও বিপজ্জনক জিনিস পাওয়া যায়নি।
হাই অ্যালার্টে মুম্বই
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যা ৬.৫২ মিনিটে দিল্লির লালকেল্লার সামনে ভয়ংকর বিস্ফোরণ (Delhi Blast) সমগ্র দেশকে নাড়িয়ে দিয়েছে। সরকারি মতে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হলেও, মৃতের সংখ্যা এর দ্বিগুণেরও বেশি বলে মনে করা হচ্ছে। ঘটনার সঙ্গে ‘হোয়াইট কলার পেশা’ হিসেবে পরিচিত কাজের সঙ্গে যুক্ত ৪ জন চিকিৎসকের যোগসূত্র মেলে।
দিল্লির ঘটনার পর মুম্বই, কলকাতা সহ দেশের গুরুত্বপূর্ণ শহর ও সংবেদনশীল জায়গায় পুলিশি তৎপরতা ও নিরাপত্তা বাড়ানো হয়েছে। মুম্বইয়েও জারি রয়েছে হাই অ্যালার্ট। এই আবহে ছত্রপতি শিবাজি বাস টার্মিনাসের (CST) মত মুম্বইয়ের ব্যস্ত জায়গায় মালিকানা-হীন ব্যাগ পড়ে থাকাকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
৩২ টি গাড়িতে করে নাশকতার ছক
বৃহস্পতিবার সূত্র থেকে জানা যায়, শুধুমাত্র দিল্লি নয়, আগামী ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের প্রতিশোধ হিসেবে দিল্লির ৬ টি জায়গায় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল। এছাড়াও, দেশের গুরুত্বপূর্ণ স্থান গুলিতে নাশকতা ছড়ানোর পরিকল্পনা ছিল দুষ্কৃতিদের।
এই কাজের জন্য বিস্ফোরক বোঝাই প্রায় ৩২ টি গাড়িকে ব্যাবহার করার সূত্র পাওয়া যায়। উল্লেখ্য, ২৬/১১-র সন্ত্রাসী হামলার ক্ষত এখনও ভুলতে পারেনি ‘স্বপ্ননগরী’ মুম্বই। তাই নাশকতা রুখতে তাই জোরদার নজরদারি চালাচ্ছে তদন্তকারী ও পুলিশ।


