
পুণে: প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা সুরেশ কালমাডি। মঙ্গলবার ভোরে পুণের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর প্রয়াণে মহারাষ্ট্রের রাজনৈতিক ও দেশের ক্রীড়া মহলে শোকের ছায়া।
পারিবারিক সূত্রে শোকসংবাদ
কালমাডির পারিবারিক দফতর থেকে জানানো হয়েছে, মঙ্গলবার ভোর সাড় ৩টে নাগাদ মৃত্যু হয় এই বর্ষীয়ান রাজনীতিবিদের। তিনি স্ত্রী, এক পুত্র, পুত্রবধূ ও দুই কন্যাকে রেখে গিয়েছেন। এদিন দুপুর ২টো পর্যন্ত তাঁর মরদেহ পুণের এরান্দওয়ানের বাসভবনে শায়িত থাকবে। বিকেল ৩টে ৩০ মিনিটে বৈকুণ্ঠ শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।
আকাশ থেকে রাজনীতির আঙিনা suresh Kalmadi passes away
সুরেশ কালমাডির জীবন ছিল বৈচিত্র্যময়। ১৯৬৪ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত তিনি ভারতীয় বায়ুসেনার পাইলট হিসেবে কর্মরত ছিলেন। ১৯৬৫ ও ১৯৭১-এর যুদ্ধেও তিনি অংশ নেন। এরপর সত্তর দশকের মাঝামাঝি সঞ্জয় গান্ধীর হাত ধরে রাজনীতিতে প্রবেশ। মহারাষ্ট্র যুব কংগ্রেসের সভাপতি থেকে শুরু করে টানা কয়েক দশক তিনি রাজ্যসভা ও লোকসভার সাংসদ ছিলেন। পি ভি নরসিমা রাওয়ের মন্ত্রিসভায় তিনি রেল প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
ক্রীড়া প্রশাসনে কালমাডি
ক্রীড়া প্রশাসন ও বিতর্ক রাজনীতির পাশাপাশি ভারতীয় ক্রীড়া প্রশাসনে কালমাডি ছিলেন একচ্ছত্র অধিপতি। দীর্ঘ সময় তিনি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA) এবং এশিয়ান অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। তাঁর উদ্যোগেই ভারতে প্রথমবার ফর্মুলা ওয়ান রেসিং এবং কমনওয়েলথ গেমসের মতো আসর বসে। তবে ২০১০ সালের কমনওয়েলথ গেমস দুর্নীতি মামলায় তাঁর নাম জড়িয়ে পড়ায় রাজনৈতিক কেরিয়ারে বড় ধাক্কা লাগে। এই ঘটনায় তাঁকে জেলেও যেতে হয়েছিল।
অবশেষে আইনি নিষ্কৃতি দীর্ঘ ১৫ বছরের আইনি লড়াই শেষে গত বছর (২০২৫ সালে) বড় স্বস্তি পেয়েছিলেন কালমাডি। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁকে অর্থ পাচারের অভিযোগ থেকে মুক্তি দিয়ে ক্লিনচিট দেয়। আদালত জানিয়েছিল, তাঁর বিরুদ্ধে দুর্নীতির কোনো অকাট্য প্রমাণ পাওয়া যায়নি। তবে জীবনের শেষ কয়েক বছর অসুস্থতার কারণে তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরেই ছিলেন।
Bharat: Former Union Minister and ex-IOA chief Suresh Kalmadi passed away at 81 in a Pune hospital after a long illness. Known for his role in the 2010 Commonwealth Games, he recently received a legal clean chit. He is survived by his wife and children.





