লাইভ সম্প্রচার নিয়ে বিতর্কের মাঝেই সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক!

যেখানে লাইভ স্ট্রিমিং নিয়ে গোটা রাজ্য তোলপাড়, সেখানে হ্যাক (Supreme Court’s Youtube Channel hacked) হয়ে গেলো দেশের সর্বোচ্চ আদালতের ইউটিউব চ্যানেল। এই ঘটনায় রীতিমতো দেশজুড়ে শোরগোল পরে গেছে। আমেরিকার রিপল ল্যাবস নামে একটি সংস্থার ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত বিজ্ঞাপনী ভিডিয়ো বারবার সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেলে চলছে বলে অভিযোগ। আজ অর্থাৎ ২০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের এই ইউটিউব চ্যানেলটি হ্যাক করা হয়েছে বলা হচ্ছে।

Advertisements

সকলেরই জানা সুপ্রিম কোর্টের এই চ্যানেলে গুরুত্বপূর্ণ মামলাগুলোর সম্প্রচার চলে। সম্প্রতি দেশজুড়ে আরজি কর মামলার সকল শুনানি এই চ্যানেলেই লাইভ সম্প্রচারিত হয়েছিল। গত ১৭ সেপ্টেম্বর এই লাইভ স্ট্রিমিং নিয়ে আপত্তি জানিয়েছিলেন রাজ্যসভার আইনজীবী কপিল সিব্বল। সিব্বল বলেছিলেন, এই লাইভ স্ট্রিমিং-এর ফলে নাকি দেশের মহিলা আইনজীবীদের প্রাণ সংশয়ে রয়েছে। কিন্তু, বন্ধ হয়নি লাইভ স্ট্রিমিং। প্রধান বিচারপতি জানিয়েছিলেন যে, এই মামলার দিকে দেশের সব মানুষ তাকিয়ে রয়েছে। কোনওভাবেই এই শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ করা যাবে না।

Advertisements

অন্যদিকে, জুনিয়র ডাক্তারদের দাবি মেনে লাইভ স্ট্রিমিং না হওয়ায় ভেস্তে গিয়েছিল নবান্ন এবং কালীঘাটের বৈঠক। পরবর্তীকালে সমঝোতা করে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিনিটস অফ মিটিংস-এ দুই পক্ষের সই করার দাবিতে সম্মতি দিয়ে বৈঠক করা হয়। আগামী শনিবার অর্থাৎ ২০ সেপ্টেম্বর থেকে কাজে ফেরার বার্তা দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা।