সোমে ভাগ্য নির্ধারণ হবে বিজয় মালিয়ার

আরো চাপ বাড়তে চলেছে পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়া (Vijay Mallya)-র। জানা গিয়েছে, আদালত অবমাননার মামলায় পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার শাস্তির পরিমাণ সোমবার ঠিক করবে সুপ্রিম…

আরো চাপ বাড়তে চলেছে পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়া (Vijay Mallya)-র। জানা গিয়েছে, আদালত অবমাননার মামলায় পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার শাস্তির পরিমাণ সোমবার ঠিক করবে সুপ্রিম কোর্ট।

Advertisements

মালিয়ার সর্বোচ্চ শাস্তি দাবি করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র জানিয়েছে, মালিয়া শুধু বিদেশি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের বিষয়েই আদালতকে ভুল তথ্য দেননি, গত পাঁচ বছর ধরে আদালতে হাজির না হয়ে আদালত অবমাননা আরও বাড়িয়ে দিয়েছেন। ২০১৭ সালে সুপ্রিম কোর্ট মালিয়াকে অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করেছিল।

Advertisements

এখনও পর্যন্ত, মালিয়া উপস্থিত হননি বা তার পক্ষ থেকে কোনও আইনজীবীও এই শাস্তি নিয়ে আলোচনা করতে আসেননি। গত ১০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট শুনানি পিছিয়ে দিয়ে মালিয়াকে আত্মপক্ষ সমর্থনের শেষ সুযোগ দেওয়া হয়েছিল। আদালত বলেছিল, পরবর্তী শুনানিতে বা তার আইনজীবীর মাধ্যমে আসামি নিজে উপস্থিত না হলেও সাজার কার্যক্রম বন্ধ করা হবে না। ২০১৭ সালে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া মালিয়াকে ২০১৭ সালের ৯ মে সুপ্রিম কোর্ট অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে। ডিয়েগো চুক্তির ৪০ মিলিয়ন ডলার তার সন্তানদের বিদেশী অ্যাকাউন্টে স্থানান্তর করার জন্য এবং তার সম্পদের সঠিক বিবরণ সরবরাহ না করার জন্য তাকে অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তাঁর রিভিউ পিটিশনও খারিজ হয়ে গিয়েছে। সাজা নিয়ে আলোচনা করার জন্য দোষীর উপস্থিতি একটি আইনি বাধ্যবাধকতা, তবে মালিয়া বেশ কয়েকবার সুযোগ পেয়েও হাজির হননি।

কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে, প্রত্যর্পণের আইনি লড়াইয়ে হারলেও, কিছু আইনি কৌশল অবলম্বন করে মালিয়া এখনও ব্রিটেনেই রয়েছেন। সেখানে গোপন আইনি প্রক্রিয়া শুরু করেছেন তিনি।