বিহার নির্বাচনের আগে বিশেষ ভোটার তালিকা সংশোধন (Special Intensive Revision – SIR) প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধল। সোমবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, এই প্রক্রিয়ায় কোনও ধরনের বেআইনি কার্যকলাপ ধরা পড়লে গোটা বিশেষ সংশোধনীই বাতিল করে দেওয়া হবে।
গোটা দেশের SIR নিয়ে রায় দেবে
সংবিধানসম্মত কর্তৃপক্ষ হিসেবে নির্বাচন কমিশন আইন মেনে কাজ করছে বলেই আপাতত ধরে নেওয়া হচ্ছে, মন্তব্য করেছে শীর্ষ আদালত। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছে, ৭ অক্টোবর এই মামলার উপর চূড়ান্ত শুনানি হবে। তখন শুধু বিহার নয়, গোটা দেশের জন্যই নির্বাচনী তালিকা সংশোধনের বৈধতা নিয়ে রায় দেবে সুপ্রিম কোর্ট।
এর ফলে ৭ অক্টোবরের শুনানিতে আবেদনকারীরা শুধুমাত্র বিহারের নয়, সারা দেশে প্রযোজ্য ভোটার তালিকা সংশোধনী নিয়েও যুক্তি তুলে ধরতে পারবেন।
আধার নিয়ে বিতর্ক Supreme Court Warns EC Over Bihar SIR
এর আগে, গত ৮ সেপ্টেম্বর শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় আধার কার্ডকে ১২তম নথি হিসেবে যুক্ত করতে হবে। তবে আদালত স্পষ্ট করে দেয়, আধার নাগরিকত্ব প্রমাণের দলিল নয়, কেবল ভোটারের পরিচয় যাচাই করার জন্য ব্যবহার করা যাবে। এতদিন পর্যন্ত ১১টি নির্দিষ্ট নথি জমা দেওয়ার নিয়ম ছিল।
সুপ্রিম কোর্ট কমিশনকে আরও নির্দেশ দিয়েছে, বিহারের মাঠপর্যায়ে কর্মরত আধিকারিকদের এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করতে হবে, যাতে আধার কার্ড গ্রহণ করা যায় পরিচয়পত্র হিসেবে।
রাজনৈতিক তাৎপর্য
বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনকে ঘিরে এই আইনি লড়াই নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। আদালতের চূড়ান্ত রায় যদি সংশোধনী প্রক্রিয়ার বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে, তবে শুধু বিহার নয়, গোটা দেশের নির্বাচনী প্রক্রিয়ায়ও তার প্রভাব পড়তে পারে।
Bharat: In a major decision, the Supreme Court warns it may scrap the voter list revision for Bihar if irregularities are found. The ruling, set for October 7, could impact the electoral process nationwide.