ওয়াকফ বোর্ডে কোনও নিয়োগ নয়, ‘ওয়াকফ বাই ইউজার’–এর চরিত্রেও বদল নয়: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: ওয়াকফ আইনের একাধিক বিতর্কিত ধারা বৃহস্পতিবার আপাতত স্থগিত করল সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানির দিন ৫ মে পর্যন্ত ‘ওয়াকফ বাই ইউজার’ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে…

Supreme Court Waqf law stay

নয়াদিল্লি: ওয়াকফ আইনের একাধিক বিতর্কিত ধারা বৃহস্পতিবার আপাতত স্থগিত করল সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানির দিন ৫ মে পর্যন্ত ‘ওয়াকফ বাই ইউজার’ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ।

শীর্ষ আদালতের অন্তর্বর্তী নির্দেশ অনুযায়ী, ওয়াকফ বোর্ড ও কাউন্সিল গঠনে নতুন নিয়োগ আপাতত করা যাবে না। কেন্দ্র এই মর্মেই আশ্বাস দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, এই মুহূর্তে কোনও ওয়াকফ সম্পত্তির চরিত্রও বদল করা যাবে না।

   

‘ওয়াকফ বাই ইউজার’ কী? Supreme Court Waqf law stay

নতুন ওয়াকফ আইনে ‘ওয়াকফ বাই ইউজার’ ধারাটি বাতিল করা হয়েছে। আগের আইনে, কোনও সম্পত্তি বহু বছর ধরে ধর্মীয় বা জনসেবামূলক কাজে ব্যবহৃত হলে, তা প্রামাণ্য দলিল ছাড়াও ওয়াকফ হিসেবে স্বীকৃতি পেতে পারত। এই বিধান বাতিল হওয়াতেই উঠেছে প্রবল আপত্তি।

আদালতের পর্যবেক্ষণ Supreme Court Waqf law stay

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, “আমরা বলছি না পুরো আইন স্থগিত করছি। কিন্তু যেসব ধারা এখনকার পরিস্থিতিকে বদলে দিতে পারে, সেগুলিকে আপাতত রোখা জরুরি।”

শীর্ষ আদালত আরও জানায়, আইনটির কিছু ধারা ইতিবাচক হলেও সাম্প্রতিক পরিবর্তনগুলি এখনই কার্যকর হলে তার গভীর প্রভাব পড়তে পারে। বিশেষ করে, কোনও মুসলিম ধর্ম গ্রহণ করার পর পাঁচ বছর না-অতিক্রান্ত হলে তিনি ওয়াকফ দান করতে পারবেন না— এই ধারা নিয়েও আদালত আপাতত কোনো স্থগিতাদেশ দেয়নি।

 কেন্দ্রের বক্তব্য ও সতর্কতা Supreme Court Waqf law stay

কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, “এই আইন স্থগিত রাখা, সরাসরি বা পরোক্ষভাবে, একটি কঠোর পদক্ষেপ। এর আগে লক্ষ লক্ষ অভিযোগ এসেছে, যেখানে ব্যক্তিগত বা গ্রামের জমি ওয়াকফ বলে দাবি করা হয়েছে।” তিনি আরও বলেন, আদালতের এই পদক্ষেপ আইন প্রণয়নের স্বাভাবিক গতিকে ব্যাহত করতে পারে।

তবে আদালত জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে এবং পরবর্তী শুনানি পর্যন্ত কোনও পরিবর্তন বা নিয়োগ যেন না হয়, সেই নির্দেশই আপাতত বলবৎ থাকবে।

আইন ঘিরে উত্তেজনা ও প্রতিবাদ Supreme Court Waqf law stay

নতুন ওয়াকফ আইন ঘিরে ইতিমধ্যেই দেশজুড়ে ক্ষোভ ছড়িয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় হিংসাত্মক ঘটনার জেরে প্রাণ গিয়েছে তিনজনের, আহত বহু।

এই প্রেক্ষিতেই বুধবার আদালত ইঙ্গিত দেয় যে কিছু ধারা স্থগিত রাখা হতে পারে। তবে কেন্দ্রীয় সরকারের অনুরোধে সে দিন কোনও আদেশ দেয়নি আদালত। অবশেষে বৃহস্পতিবার, আইনটির কিছু গুরুত্বপূর্ণ অংশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

পরবর্তী শুনানি Supreme Court Waqf law stay

এখন কেন্দ্র সরকারকে আগামী সাত দিনের মধ্যে তাদের বক্তব্য পেশ করতে হবে। সেই উত্তর পাওয়ার পর পাঁচ দিনের মধ্যে পাল্টা জবাব দাখিল করতে পারবেন আবেদনকারীরা। ৫ মে-র শুনানিতেই পরবর্তী সিদ্ধান্ত জানাবে শীর্ষ আদালত।

Bharat: Supreme Court stays controversial provisions in India’s Waqf law until May 5 hearing. ‘Waqf by User’ rule suspended, barring new appointments and property status changes. Legal debate intensifies over religious land rights and governance. 

Advertisements