সামান্য চিঠি লিখতেও পারেন না! সুপ্রিম কোর্টের কড়া ধমক খেলেন শিক্ষকরা

স্নাতকোত্তর পাস করে স্কুলে চাকরি করছেন। অথচ সামান্য চিঠি লিখতেও অপারগ লক্ষ লক্ষ শিক্ষক। সুপ্রিম কোর্টে (Supreme Court) সরকারের বিরুদ্ধে মামলা লড়তে গিয়ে কড়া ধমক…

PIL Filed in Supreme Court Over Maha Kumbh Stampede, Seeks Legal Action Against Those Responsible

স্নাতকোত্তর পাস করে স্কুলে চাকরি করছেন। অথচ সামান্য চিঠি লিখতেও অপারগ লক্ষ লক্ষ শিক্ষক। সুপ্রিম কোর্টে (Supreme Court) সরকারের বিরুদ্ধে মামলা লড়তে গিয়ে কড়া ধমক (Supreme Court) খেলেন তাঁরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য বিহারের।

বিহারের পঞ্চায়েত পরিচালিত স্কুলগুলির চার লক্ষ শিক্ষকের সংগঠন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। দক্ষতার পরীক্ষা দেবেন না, এই আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। কিন্তু আদালত তো তাঁদের দাবি মানতেই চায়নি, উল্টে কড়া ধমক দিয়েছে শিক্ষকদের। সেই আবেদনও পত্রপাঠ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

   

আদালতের বক্তব্য, স্নাতকোত্তর পাস করে যিনি চাকরি করছেন, তিনি ছুটির জন্য একটা আবেদনপত্র লিখতে পারছেন না? এটা কি দেশের শিক্ষাব্যবস্থার মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগারত্ন ও বিচারপতি উজ্জ্বল ভুয়ানের অবসরকালীন বেঞ্চে এভাবেই ধমক দিয়েছে শিক্ষকদের।

‘অযোধ্যায় হারিয়েছি, গুজরাতেও…’, বিজেপিকে চরম হুঁশিয়ারি রাহুলের

বিচারপতি নাগারত্ন বলেন, বিহারের মতো একটা রাজ্য শিক্ষাব্যবস্থার মান উন্নত করতে চাইছে। ঠিক সেই কারণেই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। অথচ এর বিরোধিতা করে মামলা করা হচ্ছে। পরীক্ষা না দিতে চাইলে শিক্ষকদের পদত্যাগ করার পরামর্শও দেন বিচারপতি। একই সঙ্গে শিক্ষকদের আবেদনও খারিজ করে দেন তিনি।

এদিকে বিহারে কনস্টেবল পরীক্ষা প্রশ্নফাঁসের ঘটনায় নাম জড়িয়েছে পশ্চিমবঙ্গের। বিহার পুলিসের আর্থিক দুর্নীতিদমন শাখা প্রশ্নফাঁসের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করে। এর মধ্যে ৩ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। যদিও প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কারণে ওই পরীক্ষা হয়নি। ১ অক্টোবর পরীক্ষা হওয়ার কথা থাকলেও, তা বাতিল করে দেওয়া হয়।

২৩ জুলাই কেন্দ্রীয় বাজেট পেশ, রেকর্ড গড়ার পথে নির্মলা সীতারামান