Supreme Court: প্রশ্নের মুখে বিচারব্যবস্থা! প্রধান বিচারপতিকে চিঠি দিলেন ৬০০ জনেরও বেশি আইনজীবী

Supreme Court Free Speech Judgment

লোকসভা ভোটের আগে এবার এক ধাক্কায় ৬০০ জনেরও বেশি আইনজীবী চিঠি লিখলেন দেশের প্রধান বিচারপতিকে। দেশের ৬০০-রও বেশি নামী আইনজীবী সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি লিখেছেন। প্রবীণ আইনজীবী হরিশ সালভে থেকে শুরু করে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার (বিসিআই) চেয়ারম্যান মনন কুমার মিশ্র-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির নাম এই চিঠি লিখেছেন।

চিঠিতে এসব আইনজীবী বিচার বিভাগের অখণ্ডতার জন্য হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এসব আইনজীবী বলছেন, কিছু ‘বিশেষ গোষ্ঠী’ বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে এবং আদালতের সিদ্ধান্তকে প্রভাবিত করছে। চিঠিতে বলা হয়, এসব গোষ্ঠী রাজনৈতিক এজেন্ডা নিয়ে ভিত্তিহীন অভিযোগ করছে এবং বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

   

চিঠিতে বলা হয়েছে, দুর্নীতির মামলায় জড়িয়ে পড়া রাজনৈতিক চেহারা সম্পর্কিত মামলায় এই কৌশলগুলি স্পষ্টভাবে দৃশ্যমান। আদালতের সিদ্ধান্তকে প্রভাবিত করার এবং বিচার বিভাগকে কলঙ্কিত করার প্রচেষ্টা এই জাতীয় ক্ষেত্রে সবচেয়ে স্পষ্ট।

চিঠিতে বলা হয়, কিছু গোষ্ঠী মিথ্যা আখ্যান তৈরি করে বিচার বিভাগের কার্যকারিতার খারাপ চিত্র তুলে ধরতে চেয়েছিল। দলগুলো বর্তমান আদালতকে আদালতের তথাকথিত ‘স্বর্ণযুগের’ সঙ্গে তুলনা করে বিচারিক সিদ্ধান্তকে প্রভাবিত করে এবং বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা নাড়া দেয়।

সরকারি সূত্রে শেয়ার করা ওই চিঠিতে নাম না করে আইনজীবীদের একাংশকে টার্গেট করা হয়েছে। অভিযোগ, তারা দিনের বেলায় রাজনীতিবিদদের পক্ষ নেয় এবং রাতে মিডিয়ার মাধ্যমে বিচারকদের প্রভাবিত করার চেষ্টা করে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন