Supreme Court pauses allahabad HC-s-observation
নয়াদিল্লি: বুধবার সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টের একটি বিতর্কিত রায়ে স্থগিতাদেশ দিল৷ ওই রায়ে বলা হয়েছিল, “স্তন চেপে ধরা” বা “তরুণীর পায়জামার দড়ি ছিঁড়ে ফেলা” ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা হিসেবে গণ্য হবে না। এই রায় দেশজুড়ে তুমুল বিতর্ক সৃষ্টি করে৷ এই মামলায় স্বতঃপ্রণোদিত ভাবে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট৷ এলাহাবাদ হাইকোর্টের পর্যবেক্ষণকে ‘অসংবেদনশীল’ বলে উল্লেখ করে শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টের বক্তব্য Supreme Court pauses allahabad HC-s-observation
সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই এবং অগাস্টিন জর্জ মাসিহ-র বেঞ্চ বলে, “আমরা খুবই দুঃখিত৷ এই রায়ে পুরোপুরি অসংবেদনশীলতা প্রকাশ পেয়েছে। এটি কোনও তড়িঘড়ি সিদ্ধান্ত ছিল না, চার মাস পরে এই রায় দেওয়া হয়েছিল, তাই পুরো বিষয়টি গভীরভাবে ভাবনা-চিন্তা করে নেওয়া হয়েছে।”
এছাড়া, সুপ্রিম কোর্ট আরও বলেছে, “সাধারণত আমরা এই পর্যায়ে স্থগিতাদেশ দিতে চাই না, তবে এই পর্যবেক্ষণটি অমানবিক বলেই মনে করা হচ্ছে। তাই এই পর্যবেক্ষণের উপর স্থগিতাদেশ দেওয়া হল৷ তাই আমরা এই মন্তব্যগুলো স্থগিত করছি।”
কোর্ট কেন্দ্র এবং উত্তরপ্রদেশ সরকারের কাছে এই বিষয়ে প্রতিক্রিয়া চেয়েছে এবং জানিয়েছে, “আমরা কেন্দ্র এবং উত্তরপ্রদেশ সরকারকে নোটিস পাঠাচ্ছি। অ্যাটর্নি জেনারেল ও সলিসিটর জেনারেল আদালতকে সহায়তা করবেন।”
এলাহাবাদ হাইকোর্টের রায় কী ছিল? Supreme Court pauses allahabad-HC-s-observation
২০২১ সালের ঘটনা৷ উত্তরপ্রদেশের কাসগঞ্জের বাসিন্দা পবন এবং আকাশ নামে দুই যুবকের বিরুদ্ধে ১১ বছরের এক শিশুর স্তন চেপে তার পায়জামার দড়ি ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে। রাস্তার মধ্যেই পায়জামা টেনে তাকে নীচে নামানোর চেষ্টা করা হয়। পথচারীরা বাধা দিতে গেলে দুই অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। জানা যায়, নাবালিকাকে গাড়িতে লিফট দেওয়ার ছুতোয় তাকে যৌন হেনস্থা করার চেষ্টা করা হয়েছিল।
হাই কোর্টের রায় Supreme Court pauses allahabad HC-s-observation
হাইকোর্টের বিচারক রাম মনোহর নারায়ণ মিশ্র তাঁর রায়ে বলেন, স্তন চেপে ধরা ধর্ষণ নয়৷ সাক্ষীদের বয়ান থেকে এটাও স্থেপষ্কেট নয় যে, অভিযুক্তদের ওই কাজের ফলে নির্যাতিতা নগ্ন হয়েছিল কি না। এমন কোনও অভিযোগ নেই যে, অভিযুক্তরা নাবালিকার শরীরে বলপূর্বক যৌন নিপীড়ন কিংবা সঙ্গমের চেষ্টা হয়েছিল। এই রায় নিয়ে বিতর্ক মাথাচার দেওয়ার পর বিচারপতি জানান, এই ঘটনা অবশ্যই এক মহিলার মর্যাদাহানির সামিল। তবে একে ধর্ষণের চেষ্টা বললে ভুল হবে৷ বিচারক এই কারণে পবন এবং আকাশকে শারীরিক আক্রমণের অভিযোগে অভিযুক্ত করেন। কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী এই রায় মেনে নিতে পারেননি৷ তিনি এই বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছিলেন।
Bharat: Supreme Court stays Allahabad High Court’s controversial ruling on sexual assault definitions, calling it insensitive. The case sparks nationwide debate, with SC seeking responses from the Centre and UP government. Learn about the legal and social implications.