HomeBharatনির্যাতিতার ছবি 'ভাইরাল' কেন? অভিযুক্ত ৭ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্যকে 'সুপ্রিম'...

নির্যাতিতার ছবি ‘ভাইরাল’ কেন? অভিযুক্ত ৭ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্যকে ‘সুপ্রিম’ নির্দেশ

- Advertisement -

আরজি কর কাণ্ডের শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে (Supreme Court on RG Kar Case) প্রধান বিচারপতির এজলাসে। সোমবার বিকেলে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে শুরু হয় মামলার শুনানি। এদিন শুনানির শুরুতেই জুনিয়র ডাক্তারদের নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরেন তাঁদের আইনজীবী ইন্দিরা জয়সিং (Indira jai singh)। 

সন্দীপ, অভিজিৎকে হেফাজতে চেয়ে আদালতে আবেদন, সিবিআই আবেদনে সাড়া দিল না শিয়ালদহ কোর্ট

   

পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় হিন্দি গানের সঙ্গে নির্যাতিতার ছবি ঘুরছে, এই বিষয় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার। এমনকি নির্যাতিতার নাম নিয়ে যেভাবে ইউটিউবে সিনেমা তৈরি হচ্ছে তা বেআইনি,  এমনকি প্রাক্তন সিপি বিনীত গোয়েল যেভাবে নির্যাতিতার নাম প্রকাশ্যে এনেছিলেন সেই বিষয়ে সিপির বিরুদ্ধে কোনও এফআইআর হয়নি।

নির্বাচনের আগে গরুকে ‘রাজ্যমাতার’ মর্যাদা! সিদ্ধান্ত মহারাষ্ট্র সরকারের

এই বিষয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী বৃন্দা গ্রোভার ও করুণা নন্দী। আর আইনজীবীর এই প্রশ্নের প্রেক্ষিতে  রাজ্য প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত বলে জানান প্রধান বিচারপতি। আইনজীবী মহেশ জেঠমালানি বলেন বিষয়টি হাইকোর্টে উঠলে তাঁরা সুপ্রিম কোর্টে দেখবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন শুনানি চলাকালীন স্টেটাস রিপোর্ট  জমা দেয় সিবিআই। তদন্তের গতিপ্রকৃতি নিয়ে সিবিআইয়ের রিপোর্ট খতিয়ে দেখেন তিন বিচারপতি। ঘুমন্ত অবস্থায় নিহতের চোখে চশমা কেন? রিপোর্ট খতিয়ে দেখে প্রশ্ন তোলেন আদালতের বিচারপতিরা।   

সেই প্রসঙ্গে আইনজীবী ইন্দিরা জয়সিং বলেন নির্যাতিতার ধর্ষণ ও খুনে একজন নয়, অনেকে জড়িত। সাতজনের বিরুদ্ধে খুনের অভিযোগ, তাঁরা এখনও কর্মরত। এটা কোনও সাধারন খুনের ঘটনা নয়, আদালতে বলেন ইন্দিরা জয়সিং। পাশাপাশি আইনজীবী করুণা নন্দী বলেন আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত ও ক্রাইম সিনে যারা ছিলেন চিকিৎসকদের আস্থা অর্জনে তাঁদের অবিলম্বে সাসপেন্ড করা উচিত। সাসপেন্ড না হলে অবিলম্বে তাঁদের সাতজনকে ছুটিতে পাঠানো উচিত। এই সওয়ালের প্রেক্ষিতে প্রধান বিচারপতি আর্থিক দুর্নীতিতে অভিযুক্তদের নাম জানতে চান। তারপর প্রধান  বিচারপতির বেঞ্চের জানায়, এটি একটি বড় চক্র জড়িত। আমরা এখন খুন ও ধর্ষণ – আর্থিক দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখছি। প্রয়োজনে তদন্তের পরিসর বাড়ানো হবে। এদিকে সাতজনের মধ্যে পাঁচজন অভিযুক্তকে সাসপেন্ড করা হয়েছে বলে জানান রাজ্যের আইনজীবী কপিল সিব্বল।  

এই রুট নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা রেলের, বাতিল হয়েছে একাধিক ট্রেন

এদিনের শুনানিতে উঠে আসে ফরেন্সিক বিশেষজ্ঞ দেবাশিস সোমের নাম। ওই ফরেন্সিক বিশেষজ্ঞকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রশ্ন প্রধান বিচারপতির। চিকিৎসকদের নিরাপত্তায় কী কী ব্যবস্থা নিচ্ছে রাজ্য। সওয়াল আদালতের। সেই প্রশ্নের প্রেক্ষিতে রাজ্যের আইনজীবী জানান ৫০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে। 

দীর্ঘ এক মাসের ওপর চলছে আরজি কর মামলার শুনানি। গত শুনানি গুলিতে ময়নাতদন্ত ও পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো ভর্ত্সনা করেন প্রধান বিচারপতির বেঞ্চ। গত সপ্তাহে কলকাতা পুলিশের সিপি থেকে রাজ্যের স্বাস্থ্য সচিব ও অন্যান্য আমলাদের অপসারনের দাবিতে ধর্ণা-জমায়েতে বসে জুনিয়র ডাক্তারেরা। তাঁদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দেন তাঁরা। পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের মাধ্যমে সেই অচলাবস্থা কাটে। জমায়েত অবস্থান থেকে সরে এসে কাজে যোগ দেন আন্দোলনকারীরা। 

 

 

 

 

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular