NEET: নিট নিয়ে এনটিএকে ‘সুপ্রিম’ নির্দেশ, পড়ুয়াদের স্বার্থে স্বচ্ছ রাখতে হবে গোটা প্রক্রিয়া

ডাক্তারি প্রবেশিকা নিট নিয়ে বিতর্ক অব্যাহত। পরীক্ষায় কারচুপি নিয়ে গোটা দেশজুড়েই ব্যপক শোরগোল ছড়িয়েছে। সুপ্রিম কোর্টেও মামলাটির শুনানি চলছে। গোটা দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই। কিন্তু…

Supreme court verdict on NEET scam

ডাক্তারি প্রবেশিকা নিট নিয়ে বিতর্ক অব্যাহত। পরীক্ষায় কারচুপি নিয়ে গোটা দেশজুড়েই ব্যপক শোরগোল ছড়িয়েছে। সুপ্রিম কোর্টেও মামলাটির শুনানি চলছে। গোটা দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই। কিন্তু পুনরায় পরীক্ষার আয়োজন ও দুর্নীতি রোধে পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ (NTA) নিজেদের অবস্থান বারবার বদল করছে বলে একাধিক অভিযোগ উঠেছে। 

হিন্দু ভোটের দুশ্চিন্তাতেই শুভেন্দুর দাবি মেনে তৃণমূলের বেনজির কান্ড বিধানসভায়?

   

শুক্রবার নিট মামলার রায় ঘোষণা হল প্রধান বিচারপতি ডিওয়াই. চন্দ্রচূড়ের বেঞ্চে। সেই অভিযোগের প্রেক্ষিতেই এনটিএকে বারবার নিজেদের অবস্থান বদল নিয়ে কড়া বার্তা দিল সর্বোচ্চ আদালত।

নিট দুর্নীতি নিয়ে একাধিক মামলা দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই সমস্ত প্রবেশিকা পরীক্ষা সংক্রান্ত মামলাকে একত্রিত করে মামলার শুনানির নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই. চন্দ্রচূড়। অন্যদিকে সিবিআইয়ের তদন্তে বিহার,ঝাড়খন্ডের হাজারিবাগের স্কুল ও একাধিক পরীক্ষা কেন্দ্রে অনিয়মের অভিযোগ ওঠে।

হিরণের মামলায় দেবকে নোটিস হাইকোর্টের, ভোট কারচুপির অভিযোগে বেকায়দায় সুপারস্টার

তার প্রেক্ষিতেই নিট প্রবেশিকা বাতিলের দাবি তুলে আদালতে সরব হয়েছিল একাধিক সংগঠন। যদিও বিহার, ঝাড়খন্ড ছাড়া অন্যকোনও রাজ্যে অনিয়মের অভিযোগ ওঠেনি, তাই পরীক্ষা বাতিলের দাবি খারিজ করে সুপ্রিম কোর্ট। তবে আগামী দিনে পরীক্ষা পরিচালনায় এনটিএকে আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।

প্রশ্নপত্রের নিরাপত্তা এবং পরীক্ষা কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা এনটিএকে মেনে চলার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নিটের মতো নেট পরীক্ষাতেও একই ধরনের অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। তবে আগামী সেপ্টেম্বরে পুনরায় নেট পরীক্ষার হওয়ার কথা ইউজিসির তরফে জানানো হয়েছে। 

শালবনী ইস্পাত কারখানা নিয়ে জারি জট জটিলতা, আদালতের কাঠগড়ায় সৌরভ গাঙ্গুলি?

বৃহস্পতিবারই নিট ইউজি-র প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে প্রথম চার্জশিট জমা দিয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, চার্জশিটে মোট ১৩ জনের নাম রয়েছে। মামলা দায়ের হয়েছে মোট ছ’টি ধারায়। 

৫ লক্ষ চাকরি দিয়েছে মোদী সরকার, দাবি রেলমন্ত্রী অশ্বিনীর

সিবিআই আগেই জানিয়েছিল, নিট-ইউজির পরীক্ষার দিন, অর্থাৎ ৫ মে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল ঝাড়খণ্ডের হাজারিবাগের ওয়েসিস স্কুল থেকে। ঘটনাচক্রে, হাজারিবাগের নিট পরীক্ষাকেন্দ্রগুলির মধ্যে একটি এই স্কুল। প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর থেকেই এই স্কুলের নাম উঠে এসেছিল। স্কুলে অধ্যক্ষ, সহ-অধ্যক্ষ এবং এক কর্মীকে আগেই গ্রেফতার করেছিল সিবিআই।