পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে আরজি কর শুনানির সময়

আগামীকাল সোমবার ফের আরজি কর কাণ্ডের (RG kar case) শুনানি। অন্যান্য দিন সকাল-সকাল শুনানি হলেও এবার শুনানির সময় পিছিয়ে গেল। সকালের পরিবর্তে দুপুর ২টোয় ধার্য…

Supreme court hearing of rg kar case will be produce on monday afternoon

আগামীকাল সোমবার ফের আরজি কর কাণ্ডের (RG kar case) শুনানি। অন্যান্য দিন সকাল-সকাল শুনানি হলেও এবার শুনানির সময় পিছিয়ে গেল। সকালের পরিবর্তে দুপুর ২টোয় ধার্য হয়েছে শুনানির সময়। আগের মতোই আরজি কর কাণ্ডের মামলা শুনবেন তিন বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ছাড়াও থাকবেন বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র। এই মামলায় ৪২ টি পক্ষের ২০০ জন আইনজীবী উপস্থিত থাকবেন। প্রথমে গত ২৭ সেপ্টেম্বর শুনানির কথা থাকলেও রাজ্যের আইনজীবীর সমস্যা থাকায় তা পিছিয়ে যায়। 

“আইএমএফের চেয়ে বড় আর্থিক সাহায্য দেবে ভারত….” পাকিস্তানকে বার্তা রাজনাথের

   

দীর্ঘ এক মাসের ওপর চলছে আরজি কর মামলার শুনানি। ২২ অগস্ট শুনানিতে সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme court of India)। নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্ট দেখেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud)। 

নির্বাচনী বন্ডে চরম দুর্নীতি, নির্মলার ইস্তফার দাবিতে সরব কংগ্রেস

গত শুনানি গুলিতে ময়নাতদন্ত ও পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো ভর্ত্সনা করেন প্রধান বিচারপতির বেঞ্চ। শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, “প্রথমে পরিবারকে বলা হয় আত্মহত্যা। পরে বলা হয় মৃত্যু। তখন সন্দেহ তৈরি হতে তার পর থেকে ভিডিয়োগ্রাফি করা হয়।” তার পরেই ময়নাতদন্তের রিপোর্ট দেখতে চান প্রধান বিচারপতি। আরজি কর-কাণ্ডে অভিযুক্তের মেডিক্যাল রিপোর্ট কোথায়, সিবিআইয়ের কাছে জানতে চাইলেন প্রধান বিচারপতি। জবাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি জানায়, রাজ্য তাদের হাতে এটা দেয়নি। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান, কেস ডায়েরির মধ্যে সব রয়েছে।

এদিকে কলকাতা পুলিশের সিপি থেকে রাজ্যের স্বাস্থ্য সচিব ও অন্যান্য আমলাদের অপসারনের দাবিতে ধর্ণা-জমায়েতে বসে জুনিয়র ডাক্তারেরা। তাঁদের দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দেন তাঁরা। পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের মাধ্যমে সেই অচলাবস্থা কাটে। জমায়েত অবস্থান থেকে সরে এসে কাজে যোগ দেন আন্দোলনকারীরা।

সোমবার পথে নামবেন দিল্লির মুখ্যমন্ত্রী সহ আপ মন্ত্রীরা

পড়ুয়াদের আন্দোলনের জেরে রাজ্যে বহু রোগীর মৃত্যু হয়েছে বলে আদালতে দাবি করে রাজ্য। তবে রাজ্যের সেই দাবি মিথ্যে বলে পাল্টা দাবি করেছিলেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং। অন্যদিকে, ধর্ষণ ও খুন মামলায় অভিযু্ক্ত সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে তদন্ত চলছে বলে গত শুনানিতে সুপ্রিম কোর্টকে জানিয়েছিল সিবিআইয়ের আইনজীবী ফিরোজ এডুলজি। সেইমতো সিবিআইকে তদন্তে আরও সময় দেওয়া উচিৎ বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।