AAP: আবগারি মামলায় সুপ্রিম কোর্টে মণীশের জামিন খারিজ

আবগারি মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।জামিনের আবেদন খারিজ করেছে আদালত। গত ১৭ অক্টোবর শুনানি শেষ হওয়ার পর মণীশ সিসোদিয়ার…

আবগারি মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।জামিনের আবেদন খারিজ করেছে আদালত। গত ১৭ অক্টোবর শুনানি শেষ হওয়ার পর মণীশ সিসোদিয়ার জামিনের আবেদনের ওপর রায় স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। আজকে সুপ্রিম নির্দেশ এল।

Advertisements

এদিন বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করে এদিন বলেন, এই মামলায় ৩৩৬ কোটি টাকার লেনদেন প্রমাণিত হয়েছে। একই সঙ্গে ৬ থেকে ৮ মাসের মধ্যে বিচার কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন আদালত।

   

গত ১৭ অক্টোবর সিসোদিয়ার আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতকে জানিয়েছিল যে এই পুরো মামলায় সিসোদিয়া যে জড়িত সে সম্পর্কিত কোনও প্রমাণ তদন্তকারী সংস্থার কাছে নেই।

প্রসঙ্গত, আবগারি মামলায় জড়িত থাকার অভিযোগে গত ২৬ ফেব্রুয়ারি অরবিন্দ কেজরিওয়াল সরকারের তৎকালীন উপমুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে সিবিআই। এই মামলায় বেআইনি অর্থ লেনদেনের অভিযোগে পরে গ্রেফতার করে ইডি। উল্লেখ্য, ২০২১ সালের ১৭ নভেম্বর নতুন আবগারি নীতি কার্যকর করে দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার। এরপরেই দুর্নীতির অভিযোগ ওঠায়, ২০২২ সালে সেপ্টেম্বরে তা বাতিল করে দেওয়া হয়েছিল।