নয়াদিল্লি: বিনামূল্যে মিলছে রেশন, মিলছে ভাতা! বিনা পরিশ্রমে টাকা ঢুকছে অ্যাকাউন্টে! ভোটের আগে বিভিন্ন সরকারি প্রকল্পের ঘোষণায় আদতে ক্ষতি হচ্ছে সমাজেরই। একটি মামলার প্রেক্ষিতে এমনটাই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। আদালতের বক্তব্য, এই ধরণের প্রলোভন মানুষের কাজ করার উৎসাহ কেড়ে নিচ্ছে৷ বিনামূল্যে যদি কেই খাবার পায়, কিংবা বিনা শ্রমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পায়, তাহলে আর পরিশ্রম করার ইচ্ছেটা থাকে না। এটা সমাজের ক্ষতি৷
বিচারপতি বি আর গাভাই এবং অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ শহুরে এলাকার গৃহহীন মানুষের আশ্রয়ের অধিকার বিষয়ক একটি মামলার শুনানির সময় এই মন্তব্য করেন৷