পকসো আইনের একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে সুপ্রিম কোর্টে(Supreme Court) আবেদন করলেন প্রখ্যাত আইনজীবী ইন্দিরা জয়সিংহ। তাঁর দাবি, সহবাসে সম্মতির ন্যূনতম বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ করা হোক। বৃহস্পতিবার তিনি লিখিতভাবে এই আবেদন জমা দেন শীর্ষ আদালতে।
ইন্দিরার বক্তব্য, বর্তমান পকসো (POCSO) আইনে ১৬ থেকে ১৮ বছর বয়সিদের মধ্যে পারস্পরিক সম্মতিসূচক সম্পর্কও অপরাধ হিসেবে বিবেচিত হয়, যা সংবিধানপ্রদত্ত অধিকার লঙ্ঘন করে। তাঁর মতে, এই আইন কিশোর-কিশোরীদের প্রেমের সম্পর্ককে অপরাধের আওতায় এনে তাঁদের মানসিক বিকাশ ও স্বাধীন সিদ্ধান্তগ্রহণের ক্ষমতাকে অস্বীকার করছে। তিনি বলেন, ‘‘সম্মতির বয়স ১৬ থেকে ১৮ বছর বয়সে নিয়ে যাওয়ার কোনও যুক্তিসঙ্গত কারণ বা অভিজ্ঞকালব্ধ তথ্য নেই।’’ তিনি মনে করিয়ে দেন, ৭০ বছর ধরে সম্মতির বয়স ছিল ১৬।
আবেদনে একাধিক সামাজিক ও বৈজ্ঞানিক তথ্য তুলে ধরেছেন ইন্দিরা। ন্যাশনাল ফ্যামিলি হেল্থ সার্ভের তথ্য উদ্ধৃত করে তিনি জানিয়েছেন, কৈশোরে যৌন কার্যকলাপ কোনও অস্বাভাবিক ঘটনা নয়। তাঁর পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে পকসো আইনে ১৬ থেকে ১৮ বছর বয়সিদের বিরুদ্ধে মামলা ১৮০ শতাংশ বেড়েছে।
ইন্দিরা বলেন, ‘‘বেশিরভাগ অভিযোগই বাবা-মায়েদের করা। বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলি কন্যার ইচ্ছার বিরুদ্ধে। এতে বিভিন্ন জাতি এবং ধর্মের মধ্যে পারস্পরিক সম্পর্কের নজিরও রয়েছে।’’
এই অবস্থায় ইন্দিরা জয়সিংহের দাবি, কিশোর-কিশোরীদের সম্মতিসূচক প্রেমকে অপরাধের বাইরে রাখতে পকসো আইনে একটি ব্যতিক্রমী ধারা সংযোজন করা হোক। তা না হলে, বর্তমান আইন তাঁদের প্রেম লুকোতে, বাড়ি ছেড়ে পালাতে বা কমবয়সে বিয়ের দিকে ঠেলে দিচ্ছে, যা আরও গভীর সামাজিক সমস্যার জন্ম দিতে পারে।