Delhi Flood: দিল্লির বন্যার জল গড়াল সুপ্রিম কোর্টে

জলযন্ত্রণায় নাজেহাল দিল্লিবাসী। একটানা বৃষ্টিতে যমুনা নদীর জলস্তর বেড়েছে। জলস্তর বেড়ে প্লাবিত হয়েছে দিল্লির বিস্তীর্ণ এলাকা। জল পৌঁছেছে সুপ্রিম কোর্টেও।

সুপ্রিম কোর্টের আশপাশের রাস্তা জলমগ্ন। জানা গেছে, সকাল ৬টায় যমুনার জলস্তর ছিল ২০৮.৪৬ মিটার। বৃহস্পতিবার তা ছিল ২০৮.৬৬ মিটার। জলস্তর এখনও বিপদসীমার উপরেই রয়েছে।

   

শীর্ষ আদালত দিল্লির তিলক মার্গ এলাকায় অবস্থিত। দিল্লির মুখ্যমন্ত্রী-সহ বিভিন্ন দফতরের অফিস এলাকা জলমগ্ন। সরকারের তরফে ১৬ জুলাই অবধি সেখানকার সমস্ত স্কুল, কলেজ বন্ধ রাখার ঘোষণা হয়েছে। অত্যাবশ্যক নয়, এ রকম পরিষেবা বন্ধ।

বন্যার জলে দিল্লির বিভিন্ন জল পরিশোধন কেন্দ্র জলের তলায়। জল সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। অফিসগুলি কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জরুরি প্রয়োজন ছাড়া দিল্লিবাসীকে বাড়ি থেকে বেরোনোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এমনকি বন্যা প্লাবিত দিল্লিতে ইলেকট্রিক পোল থেকে বিদ্যুতের শক লাগার ঘটনাও ঘটেছে। শবদাহ কেন্দ্র জলের তলায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন