সমাজমাধ্যমে হোয়াটস অ্যাপ নম্বর শেয়ার করলেন অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল। তিনি শুক্রবার সমাজ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে অনুরোধ করেন যে, আপনি যদি আপনাদের প্রিয় মুখ্যমন্ত্রীর জন্য কোনও বার্তা পাঠাতে চান তাহলে আপনারা নিন্মলিখিত নম্বরে হোয়াটস অ্যাপ করতে পারেন। আপনি আদ আদমি পার্টির সমর্থক হতে পারেন আবার নাও বা হতে পারেন, তাও আপানার যদি কোন বক্তব্য থাকে আপনি নির্দ্বিধায় জানাতে পারেন। আমি আপনাদের বার্তা তাঁর কাছে পৌঁছে দেব।
#WATCH | Delhi CM Arvind Kejriwal’s wife, Sunita Kejriwal issues a video statement; issues a WhatsApp number for people.
She says, “…We are starting a drive from today – Kejriwal ko aashirvaad. You can send your blessings and prayers to Kejriwal on this number…” pic.twitter.com/5Q4EgwMZez
— ANI (@ANI) March 29, 2024
প্রসঙ্গত আবগারি দুর্নীতি মামলায় ইডি হেফাজতে বন্দি রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ২১ মার্চ তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরে গত বৃহস্পতিবার তাঁর ইডির হেফাজতের মেয়াদ শেষ হলে আদালতে পেশ করা হয়। আদালত তাঁকে ১ এপ্রিল অবধি ইডি হেফাজতের আদেশ দিয়েছে।
এই অবস্থায় তাঁর স্ত্রী সমাজ সমাজমাধ্যমে হোয়াটস অ্যাপ নম্বর শেয়ার করে কেজরিওয়ালের পাশে থাকার বার্তা দিলেন।বৃহস্পতিবার তিনি কোর্টে সমাজমাধ্যমকে বলেন, ” অরবিন্দ কেজরীওয়ালের স্বাস্থ্য ভাল নেই। ইডি তাঁর সঙ্গে অভদ্র আচরণ করছে।”
এখানেই শেষ নয়, তিনি আরও জানিয়েছেন যে বেশ কিছু মানুষ তাঁদের মুখ্যমন্ত্রীর জন্য উপবাসও পালন করেছেন যাতে তিনি তাড়াতাড়ি ছাড়া পান। সমাজমাধ্যমে তিনি হোয়াটস অ্যাপ নম্বর ৮২৯৭৩২৪৬২৪ শেয়ার করে তাঁর পাশে থাকার জন্য আবেদন করেছেন।