মহাকাশে পৌঁছে গর্বের বার্তা শুভাংশুর, কী বললেন ভারতীয় নভোচর?

subhanshu sukla sends first message

চার দশক পর আবারও মহাকাশে ভারতের গর্বের পতাকা। আর সেখান থেকেই এল এক গর্বে-ভরা বার্তা,”আমরা পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করছি। এটা ভারতের মানব মহাকাশ অভিযানের সূচনা। জয় হিন্দ, জয় ভারত।”

Advertisements

ঐতিহাসিক বার্তা

এই ঐতিহাসিক বার্তা পাঠালেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, যিনি এই মুহূর্তে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র (ISS)-এর উদ্দেশে যাত্রারত।

শুধু ISS-এ যাওয়া প্রথম ভারতীয় হিসেবেই নয়, তিনি মহাকাশ থেকে বার্তা পাঠানো দ্বিতীয় ভারতীয়ও। তাঁর আগে ১৯৮৪ সালে মহাকাশচারী রাকেশ শর্মা পাঠিয়েছিলেন সেই কিংবদন্তী বার্তা: “সারে জাহাঁ সে অচ্ছা।”

মহাকাশযাত্রার আনন্দ ও গর্ব subhanshu sukla sends first message

শুক্লা তাঁর ভিডিও বার্তায় বলেন, “নমস্কার, দেশবাসী! ৪১ বছর পর আমরা আবার মহাকাশে এলাম। অসাধারণ রাইড এটা। প্রতি ঘণ্টায় সাড়ে ৭ কিলোমিটার বেগে আমরা পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করছি। আমার কাঁধে লাগানো তিরঙ্গা বলছে আমি সকল ভারতীয়ের সঙ্গে আছি। এটা শুধু আন্তর্জাতিক স্পেস স্টেশনে আমার যাত্রা নয়, এটা ভারতের মানব স্পেস প্রোগ্রামের সূচনা। আমি চাই আপনারা সকলে এই যাত্রার অংশ হন। আপনাদের বুকও গর্বে ফুলে উঠুক। একসঙ্গে আমরা ভারতের স্পেস প্রোগ্রামের সূচনা করি। জয় হিন্দ, জয় ভারত।”

Advertisements

 ইতিহাসের পুনরাবৃত্তি, ভবিষ্যতের সূচনা

১৯৮৪ সালে রাকেশ শর্মার ঐতিহাসিক অভিযানের পর ৪১ বছর কেটে গেছে। এবার শুভাংশু শুক্লার হাত ধরে মহাকাশ অভিযানে পা রাখল ভারত আরও একবার আর সঙ্গে নিয়ে গেল দেশের আবেগ, গর্ব ও প্রত্যাশা।

ভারতীয়দের কাছে শুভাংশুর এই বার্তা শুধুমাত্র একটি ঘোষণাই নয়, এটি মহাকাশযাত্রায় ‘নতুন ভারতের’ পদচিহ্ন।