পৃথিবীতে প্রত্যাবর্তন করছেন ভারতীয় নভচর শুভাংশু শুক্লা (Group Captain Shubhanshu Shukla)। আবহাওয়া অনুকূল থাকলে আগামী মঙ্গলবার অর্থাৎ ১৫ জুলাই ভারতের মাটিতে প্রতার্বতন করবেন তিনি। ভারতীয় সময় বিকেল ৩টের সময় ঐতিহাসিক মহাকাশ অভিযানের স্মৃতি নিয়ে পৃথিবীর মাটি স্পর্শ করার কথা রয়েছে তাঁর।
শনিবার ISRO-র তরফ থেকে জানানো হয়েছে, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা Axiom-4 mission-এর চূড়ান্ত পর্বের কাজ শেষ করে ফেলেছেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে স্পেসএক্স ড্রাগন (SpaceX Crew Dragon) মহাকাশযান উঠে বসবেন আগামী ১৪ জুলাই, ভারতীয় সময় বিকেল সাড়ে ৪টে নাগাদ। তারপর অত্যন্ত সতর্কতার সঙ্গে বেশ কয়েকবার পৃথিবীকে চক্কর দিয়ে এই মহাকাশযান তাঁকে আমেরিকার ক্যালিফোর্নিয়ার উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে অবতরণ করাবে। পৃথিবীর মাটিতে তাঁর আনুমানিক প্রতার্বতনের দিনক্ষণ হল- ১৫ জুলাই, ভারতীয় সময় বিকেল ৩টে।
শুভাংশু শুক্লার এই মিশন শিল্প অগ্রগতি এবং প্রযুক্তিগত উন্নয়নের সুযোগ তৈরি করবে। দুই সপ্তাহের বৈজ্ঞানিক কর্মসূচি নিয়েই মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। শুক্লা মহাকাশে মোট ৬০টি বৈজ্ঞানিক পরীক্ষা করার জন্য যান। যার ভিতর ভারতেরই ৭টি। ভারতের এই ৭ টি পরীক্ষার মধ্যে ছিল আনুবীক্ষণিক প্রাণী ভারতীয় জল ভাল্লুকের অস্তিত্বরক্ষা ও প্রজনন সংক্রান্ত একটি গবেষণা। মনুষ্য শরীরের উপর পেশিকোষের মহাকাশীয় প্রভাব। নভচরদের পুষ্টির জন্য সেখানে মেথি ও মুগ ডালের বীজ বপন এবং লাইফ সাপোর্টের সঙ্গে সংযুক্ত সায়ানোব্যাকটেরিয়ার বৃদ্ধি নিয়ে গবেষণা সম্পূর্ণ হয়েছে শুক্লার। বাকি তিনটি গবেষণাও প্রায় সম্পূর্ণ হওয়ার পথে।
উল্লেখ্য, শুভাংশু শুক্লার স্বাস্থ্যের উপর গুরুত্ব সহকারে নজর রেখে চলেছে ISRO-এর মেডিক্যাল টিম৷ পৃথিবীতে অবতরণের পর প্রায় এক সপ্তাহ শুক্লাকে ফ্লাইট সার্জনদের নজরদারিতে রাখা হবে। এটা নভচরদের জন্য অত্যন্ত জরুরি। এই কারণ সমতলের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে খানিকটা সময় লাগে।