Indo-Pak Border: ভারতের অনেক প্রতিবেশী দেশ রয়েছে। এসব দেশের সীমান্ত ভারতের সঙ্গে যুক্ত। যদিও বেশিরভাগ প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ, কিন্তু একটি দেশ রয়েছে যার সঙ্গে ভারতের শত্রুতা কমার লক্ষণ দেখা যাচ্ছে না। এই তালিকায় চিনের নাম থাকলেও আজ আমরা পাকিস্তানের কথা বলছি। একসময় ভারতের অংশ ছিল পাকিস্তান যা এখন অন্য দেশে পরিণত হয়েছে।
ভারত ও পাকিস্তানের কথা বললে দুই দেশের মধ্যেই উত্তেজনা বিরাজ করছে। এই কারণেই এসব দেশের সীমান্ত ও সেনারা কঠোরভাবে পাহারা দেয়। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য সীমান্তে তৎপরতা প্রতিনিয়ত নজরদারি করা হয়। মাটি থেকে আপনি এই সীমান্তে শুধুমাত্র সেনাদের প্রহরী দেখতে পাবেন, একজন ব্যক্তি আকাশ থেকে এই সীমান্ত দেখিয়ে জনগণের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছেন।
অমল বাত্রা নামের এই যুবক এই সুন্দর দৃশ্যটি মানুষের সাথে শেয়ার করেছেন। ফ্লাইটে মিউনিখ থেকে দিল্লি আসছিলেন অমল। সেই সময় তার ফ্লাইট অমৃতসরের ওপর দিয়ে যাওয়ার সময় তার চোখ পড়ে নিচে ভারত-পাকিস্তান সীমান্ত। ৩৫ হাজার ফুট উচ্চতা থেকে দেখা এই সুন্দর দৃশ্য ক্যামেরায় বন্দী করেন ওই ব্যক্তি। ভিডিওটি শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়।
View this post on Instagram
এই বর্ডারটা আকাশ থেকে খুব সুন্দর লাগছিল। দুই দেশকে বিচ্ছিন্নকারী এই সীমান্ত আলোয় ঝলমল করছিল। মনে হচ্ছিল নীচে কেউ দীপাবলির আলো বসিয়ে দিয়েছে। এই অপরূপ দৃশ্য দেখে মানুষও মুগ্ধ হয়ে যায়। অনেকেই কমেন্ট সেকশনে বলেছেন, এসব আলো ভারত বসিয়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন যে এই মুহূর্তে তিনি বুঝতে পেরেছেন যে আকাশ এক কিন্তু মাটিতে সমস্ত দেশ টুকরো টুকরো হয়ে গেছে।