ভারতে ছাত্র আত্মহত্যার ‘মহামারী’ ছাপিয়েছে জনসংখ্যা বৃদ্ধিকে, NCRB রিপোর্টে চাঞ্চল্য

দেশে ছাত্র আত্মহত্যার (Student suicide rate in india) হার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক কালে দেশের জন্ম হারকেও ছাপিয়ে গিয়েছে সেই পরিসংখ্যান। এমনটাই দাবি ন্যাশনাল…

Student suicide rate is getting higher than birthrate in india today NCRB report revealed

দেশে ছাত্র আত্মহত্যার (Student suicide rate in india) হার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক কালে দেশের জন্ম হারকেও ছাপিয়ে গিয়েছে সেই পরিসংখ্যান। এমনটাই দাবি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবির (NCRB Report)। সম্প্রতি এনসিআরবির এই রিপোর্ট সামনে আসেতই নড়েচড়ে বসেছে দেশের জাতীয় রাজনীতি। এই ভয়াবহ পরিসংখ্যানের পেছনে কী কী কারণ হতে পারে তা জানতে খতিয়ে দেখছে প্রশাসন।

আমেঠিতে গোহারা হেরেও তৃপ্ত স্মৃতি ইরানি! ব্যাখ্যা করলেন ‘প্রকৃত জয়’ রহস্যের

   

এনসিআরবি(NCRB)-র ডেটার উপর ভিত্তি করে তৈরি একটি রিপোর্ট সামনে এসেছে আইসি-৩ ও এক্সপোর বার্ষিক কনফারেন্সে। আইসি-৩ হল, আন্তর্জাতিক কেরিয়ার ও কলেজ কাউন্সেলিং। এটি একটি স্বেচ্ছাসেবক-ভিত্তিক সংস্থা, যা বিশ্বব্যাপী বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটিতে পড়ে কেরিয়ার গড়ার ব্যাপারে কাউন্সেলিং ও প্রশিক্ষণ দুইই দেয়।

সম্প্রতি ওই রিপোর্টে বলা হয়েছে, ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে মহামারীর মতো আছড়ে পড়তে চলেছে ছাত্র-আত্মহত্যার (Student suicide rate in india)  ঘটনা। এতদিন বার্ষিক ২ শতাংশ হারে ছাত্র আত্মহত্যার ঘটনা ঘটত। কিন্তু বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ শতাংশ। যা রীতিমতো উদ্বেগ বাড়ানোর পক্ষে যথেষ্ট। ২০২২ সালে ছাত্রদের আত্মহত্যার হার ছিল ৫৩ শতাংশ। কিন্তু ২০২৩-২৪ ছাত্রদের আত্মহত্যার হার কমেছে। তবে মেয়েদের অর্থ্যাত্ ছাত্রীদের আত্মহত্যার হার বেড়েছে।

এবার ‘ত্রিফলা’ অভিযান! নবান্ন অভিযান-বিজেপির বনধ নিয়ে চর্চার মাঝেই ছাত্রদের পরামর্শ শুভেন্দুর

গত এক দশকে ২৪ বছর বয়সিদের জনসংখ্যা কমেছে ১০ লক্ষ। এদিকে ছাত্র আত্মহত্যার সংখ্যা ৬৬৫৪ থেকে বেড়ে হয়েছে ১৩ হাজার ৪৪! রিপোর্ট অনুসারে, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং মধ্যপ্রদেশকে এমন রাজ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে ছাত্রদের আত্মহত্যার সংখ্যা সবচেয়ে বেশি! সারা দেশের মোট ছাত্র-আত্মহত্যার এক-তৃতীয়াংশ। এই তালিকায় রাজস্থান রয়েছে ১০ নম্বরে, যার মধ্যে বড় সংখ্যক আত্মহত্যার খবর আসে কোটা থেকে।

ফোঁস মন্তব্য-জুনিয়র ডাক্তারদের হুমকি! বিতর্ক বাড়তেই তড়িঘড়ি সাফাই দিলেন মমতা

উল্লেখ্য এনসিআরবির ডেটা তৈরি হয় থানায় দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে। অনেক সময় তা নথিভুক্ত হয়না। সুতরাং বাস্তবের পরিস্থিতি পরিসংখ্যানগত তথ্যের চেয়ে অনেক বেশি।