বিহারে ‘স্বতন্ত্র সেনানি এক্সপ্রেস’ লক্ষ্য করে ছোড়া হল ঢিল! ভাঙল দুটি বগির কাচ,আহত একাধিক যাত্রী

জয়নগর থেকে দিল্লিগামী ‘স্বতন্ত্র সেনানি এক্সপ্রেস'(Swatantra Senani Express) লক্ষ্য করে ছোড়া হল ঢিল। এই ঘটনায় ট্রেনের মধ্যে উপস্থিত থাকা অনেক যাত্রী আহতে হয়েছে । একটি…

Stones were thrown at Bihar's 'Swatantra Senani Express'! The windows of two compartments were broken, several passengers were injured

জয়নগর থেকে দিল্লিগামী ‘স্বতন্ত্র সেনানি এক্সপ্রেস'(Swatantra Senani Express) লক্ষ্য করে ছোড়া হল ঢিল। এই ঘটনায় ট্রেনের মধ্যে উপস্থিত থাকা অনেক যাত্রী আহতে হয়েছে । একটি এসি বগির পুরো গ্লাস ভেঙে যায়। পাশাপাশি প্যান্ট্রি কারের কাঁচও ক্ষতিগ্রস্ত হয়েছে । ঘটনাটি ঘটেছে বিহারের সমষ্টিপুরে ।

জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে জয়নগর থেকে নয়াদিল্লি যাওয়া স্বতন্ত্র সেনানি এক্সপ্রেস তার নির্ধারিত সময়ে সমষ্টিপুর থেকে ছেড়েছিল। ঠিক সেই সময়ে প্ল্যাটফর্মে উপস্থিত থাকা ব্যক্তি ট্রেনকে লক্ষ্য করে ঢিল ছোড়া শুরু করে। এর পরই ট্রেনটি দঁড়িয়ে পরে। ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।

   

এই ঘটনায় ট্রেনের ভিতরে উপস্থিত থাকা অনেক যাত্রী আহত হয়েছে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁচ্ছায় বিশাল পুলিশ বাহিনী এবং তদন্ত শরু করে। পুলিশ সূত্রে খবর আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত করার পর ট্রেনটির গ্লাস পরিবর্তন করার জন্য মুজাফরে পাঠানো হয়। স্বতন্ত্র সেনানি এক্সপ্রেস পাথর ছোড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রেল দপ্তরে।

পরে পুলিশ স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে, এক অজ্ঞাতপরিচয় ব্যাক্তিকে ট্রেনে পাথর ছুড়তে দেখা যায় । আরপিএফ আধিকারিক বলেছেন, “তদন্তে জানা গেছে যে প্ল্যাটফর্মে উপস্থিত একজন পাগল স্বতন্ত্র সেনানি এক্সপ্রেসের উপর পাথর ছুঁড়েছিল, সিসিটিভি ফুটেজ সামন আসার পর পাগল ব্যক্তিকে স্টেশন থেকে তাড়িয়ে দেওয়া হয়। এই মুহুর্তে তদন্ত চলছে”।