বিবেকানন্দের সঙ্গে বিপ্লব দেবের তুলনা শিক্ষামন্ত্রীর 

সম্প্রতি মুখ্যমন্ত্রীর গদি হাত ছাড়া হয়েছে বিপ্লব দেবের (Biplab Deb)। ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা মানিক সাহা (Manik Saha)। এরই মাঝে এক…

short-samachar

সম্প্রতি মুখ্যমন্ত্রীর গদি হাত ছাড়া হয়েছে বিপ্লব দেবের (Biplab Deb)। ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা মানিক সাহা (Manik Saha)। এরই মাঝে এক সরকারি অনুষ্ঠানে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। 

   

তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ, নেতাজী সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দের সঙ্গে তুলনা করেছেন। তিনি রতনলাল জানান, ‘বিপ্লব দেব স্বামীজির মতো স্বপ্ন দেখাতে পেরেছিলেন। আর কোনও মুখ্যমন্ত্রী তা পারেননি। বিপ্লব দেব বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নেতাজী, গান্ধী, আইনস্টাইনের সঙ্গে তুলনীয়।’

এই ইস্যুতে ত্রিপুরায় চলছে বিতর্ক। সেই রেশ এসেছে পশ্চিমবঙ্গে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার শিক্ষামন্ত্রীর এমন মন্তব্যের ব্যাপারে বলেন, এটা তোষামোদ ছাড়া কিছুই না। অন্যদিকে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর কটাক্ষ করে বলেন, ত্রিপুরার শিক্ষামন্ত্রী নিজেই মহাপুরুষ।