SBI: ধমক খেয়ে বন্ড তথ্য জমা দিল স্টেট ব্যাঙ্ক

নয়াদিল্লি: নরমে নয় বরং ধমকেই কাজ হয় ৷ সেটাই প্রমাণ হল – অবশেষে সু্প্রিম কোর্টের কাছে ধমক খেয়ে বন্ড তথ্য নির্বাচন কমিশনের হাতে মঙ্গলবার তুলে…

electorial bond

নয়াদিল্লি: নরমে নয় বরং ধমকেই কাজ হয় ৷ সেটাই প্রমাণ হল – অবশেষে সু্প্রিম কোর্টের কাছে ধমক খেয়ে বন্ড তথ্য নির্বাচন কমিশনের হাতে মঙ্গলবার তুলে দিল স্টেট ব্যাঙ্ক (SBI) ৷ এ বার সেই তথ্য পেয়ে আগামী শুক্রবার ১৫ মার্চের মধ্যে কমিশনকে নিজেদের সরকারি ওয়েবসাইটে বন্ড-তথ্য প্রকাশ করতে হবে ৷ কারণ তেমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি নির্বাচনী বন্ড ব্যবস্থাকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়েছিল সুপ্রিম কোর্ট। তখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ২০১৯-এর ১২ এপ্রিল থেকে এখনও পর্যন্ত নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য ৬ মার্চের মধ্যে তুলে দিতে হবে এসবিআই-কে। কিন্তু উল্টে তথ্যপ্রকাশের জন্য অতিরিক্ত সময় চেয়ে শীর্ষ আদালতে আর্জি জানায় এসবিআই। এরফলে লোকসভা নির্বাচনের আগে কে কত টাকা রাজনৈতিক দলকে দিয়েছে সেই তথ্য জানা যেত না ৷ ফলে গত সোমবার স্টেট ব্যাঙ্কের আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। সোমবার দেশের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ নির্দেশ দেয়, এক দিনের মধ্যে অর্থাৎ মঙ্গলবার ১২ মার্চে নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে এসবিআই-কে তুলে দিতে হবে ৷

শুধু তাই নয় ওইদিন বিচারপতিদের বেঞ্চ ক্ষুব্ধ হয়ে স্টেট ব্যাঙ্কের কাছে জানতে চায়, গত ২৬ দিন এই তথ্য জোগাড়ের জন্য কী কী করা হয়েছে কারণ তাদের আবেদনে সেই বিষয়ে কিছুই তো বলা হয়নি৷ এবার সময়মতো তথ্য জমা না দিলে অন্যথায় ব্যাঙ্কের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলেও জানানো হয়েছিল। এরফলে আর বেশি গড়িমশি করতে পারেনি মঙ্গলবার নির্ধারিত অফিসের কাজের সময়ের মধ্যেই তা জমা করে স্টেট ব্যাঙ্ক৷

Advertisements

এদিকে কার টাকা কে খেল এবং নির্বাচনী বন্ডের টাকার তথ্য স্টেট ব্যাঙ্ক যাতে সময়মতো প্রকাশ করে তার দাবিতে বিভিন্ন জায়গায় সিপিএম স্টেট ব্যাঙ্কের দফতরের সামনে বিক্ষোভ দেখায় সিপিএম৷ মঙ্গলবার কলকাতায় স্ট্রান্ড রোডে স্টেট ব্যাঙ্কের বেঙ্গল সার্কেলে সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছিল সিপিএম ৷ এদিনের ওই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় ব্যাঙ্কের কর্মীরাও এবং স্টেট ব্যাঙ্ক কতৃপক্ষের ভূমিকার সমালোচনা করে ৷