সাইক্লোন দেতোয়ার তাণ্ডব: ক্ষয়ক্ষতি বাড়ছে, মৃতের সংখ্যা ৪৬

Sri Lanka Struck by Cyclone Ditwah: 46 Dead, Rescue Teams Rush to Aid
Sri Lanka Struck by Cyclone Ditwah: 46 Dead, Rescue Teams Rush to Aid

ভারতের উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঘূর্ণিঝড় দেতোয়া (Cyclone Ditwah) নিয়ে শঙ্কা দিন দিন বাড়ছে। ঘূর্ণিঝড়টি এখনও ভারতের দিকে অগ্রসর না হলেও প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় ইতিমধ্যেই তীব্র আঘাত হানা শুরু করেছে। গত কয়েক দিন ধরে এই ঘূর্ণিঝড় শ্রীলঙ্কার উপকূলে কার্যত তাণ্ডব চালাচ্ছে।

সূত্রের খবর, গত শুক্রবারই ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কার উপকূলে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টি, যা উপকূলীয় অঞ্চলগুলোকে কার্যত জলমগ্ন করে তুলেছে। দেশটির আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ঝড়টির তীব্রতা আগামী ১২ ঘন্টা ধরে আরও বাড়বে এবং দেশের বিভিন্ন অঞ্চলে দুর্যোগ আরও প্রবল আকার ধারণ করবে। এই ঘূর্ণিঝড়ে ইতিমধ্যেই ৪৬ জনের মৃত্যু হয়েছে এবং ২৩ জন নিখোঁজ রয়েছেন। মৃত ও নিখোঁজদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের পূর্ব ও মধ্য অঞ্চলগুলো। ঝড়ের সঙ্গে প্রচণ্ড বৃষ্টি এবং বাতাসের তীব্রতার কারণে বিভিন্ন জায়গায় ভূমিধস ঘটেছে। গত ২৪ ঘন্টায় প্রায় ৩০০ মিমি (১১.৮ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা উপকূলীয় এবং পাহাড়ী এলাকা বিশেষভাবে প্রভাবিত করেছে।

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন