সীমান্ত পেরিয়ে শ্রীলঙ্কায় প্রবেশ! ২২ ভারতীয় জেলের করুণ পরিণতি

আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ২২ জন মৎস্যজীবীকে আটক করল শ্রীলঙ্কার (Sri Lanka) নৌবাহিনী। রবিবার শ্রীলঙ্কার জলসীমার নেদুনদিভুর কাছে মাছ ধরার জন্য গিয়েছিলেন তাঁরা। সেখান থেকেই…

আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ২২ জন মৎস্যজীবীকে আটক করল শ্রীলঙ্কার (Sri Lanka) নৌবাহিনী। রবিবার শ্রীলঙ্কার জলসীমার নেদুনদিভুর কাছে মাছ ধরার জন্য গিয়েছিলেন তাঁরা। সেখান থেকেই তাঁদের আটক করা হয়েছে। আটক জেলেদের নৌকাটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে।

রামেশ্বরম ফিশারম্যান অ্যাসোসিয়েশন জানিয়েছে, শ্রীলঙ্কার নৌবাহিনী রবিবার শ্রীলঙ্কার জলসীমার নেদুনদিভুর কাছে মাছ ধরার জন্য তামিলনাড়ুর ২২ জন মৎস্যজীবীকে আটক করেছে। শনিবার তামিলনাড়ু থেকে নৌকায় করে বেশ কয়েকজন মৎস্যজীবী সমুদ্রে গিয়েছিলেন।

   

অ্যাসোসিয়েশন জানিয়েছে, পল্ক বে সাগর এলাকায় জেলেরা মাছ ধরছিলেন। আজ সকালে আচমকা শ্রীলঙ্কার নৌবাহিনী ওই এলাকায় পৌঁছে থাঙ্গাচিমাদামের জেলেদের তিনটি নৌকা আটক করে।

‘সব সুবিধা নিয়েছে, কিন্তু ভোট দেয়নি’, মুসলিমদের নিশানা অসমের মুখ্যমন্ত্রীর

এর আগে গত ১৯ জুন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখে শ্রীলঙ্কায় আটক মৎস্যজীবী ও তাঁদের মাছ ধরার নৌকাগুলিকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছিলেন।

মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পুডুকোট্টাই জেলার কোট্টাইপট্টিনাম মৎস্য বন্দর থেকে রওনা হওয়া তামিলনাড়ুর চার মৎস্যজীবীকে মঙ্গলবার শ্রীলঙ্কার নৌবাহিনী গ্রেফতার করেছে। তাঁর মতে, এই ধরনের ঘটনা মৎস্যজীবীদের জীবিকা ব্যাহত করে এবং সমগ্র মৎস্যজীবী সম্প্রদায়ের মধ্যে ‘ভয়’ ও ‘অনিশ্চয়তা’ তৈরি করে।

উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হতে পারেন বিজেপি সাংসদ! জোর জল্পনা

এর আগে গত এপ্রিলে তামিলনাড়ুর ১৯ জন মৎস্যজীবীকে শ্রীলঙ্কার কলম্বো থেকে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমানে চেন্নাই পাঠানো হয়েছিল। সীমান্ত অতিক্রম করার অভিযোগে তাঁদের আটক করেছিল শ্রীলঙ্কার নৌবাহিনী।

১৯ জন মৎস্যজীবীর মধ্যে ৯ জন মায়িলাদুথুরাই থেকে, ৪ জন পুদুকোট্টাইয়ের এবং ৬ জন পুদুচেরি রাজ্যের কারাইকালের বাসিন্দা। গত ৬ মার্চ তাঁরা দুটি নৌকায় সাগরে মাছ ধরতে যান।

শ্রীলঙ্কার নৌসেনার হাতে ধৃত মৎস্যজীবীদের মুক্তির জন্য ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছে মৎস্যজীবীদের পরিবার।

মমতাকে টেক্কা দিতে সভাপতি পদে মহিলা মুখ আনছে বঙ্গ বিজেপি! দৌড়ে কারা?