HomeBharat"মেরুদণ্ডহীন"! প্রধানমন্ত্রীর চিন সফরে কংগ্রেসের কটাক্ষ

“মেরুদণ্ডহীন”! প্রধানমন্ত্রীর চিন সফরে কংগ্রেসের কটাক্ষ

- Advertisement -

নয়াদিল্লি: তিয়াজিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং চিনা রাষ্ট্রপতি শি জিনপিং(Xi Jinping)-এর দ্বিপাক্ষিক বৈঠকের মাঝে সীমান্তে চিনা আগ্রাসন নিয়ে বিজেপির (BJP) বিরুদ্ধে তোপ দাগল কংগ্রেস (Congress)। রবিবার এক্স-এ বিজেপি সরকারকে “মেরুদণ্ডহীন” বলে কটাক্ষ করলেন কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ (Jairam Ramesh)।

২০২০ সালে গালওয়ান উপত্যকায় আক্রমণ, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সরাসরি সমর্থন এবং অস্ত্র বিক্রি নিয়ে চিন এবং মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন বরিষ্ঠ কংগ্রেস নেতা। তিনি বলেন, “মোদী এবং জিংপিং-এর আলোচনার মূল্যায়নের আগে গালওয়ান উপত্যকায় ২০ জন বীর শহীদদের বলিদানের কথা ভাবা উচিৎ”। এটাই কি তবে ভারতের “নিউ নর্মাল”, বলে প্রশ্ন ছুঁড়ে দেন তিনি।

   

লাদাখ চিন সীমান্তে চিনা আগ্রাসন, ২০২০ সালের হামলার পরেও মোদী সরকার চিনকে ‘ক্লিন চিট’ দিচ্ছে বলে কটাক্ষ করেন কংগ্রেস মুখপাত্র। “সেনাপ্রধানের তরফ থেকে লাদাখ-চিন সীমান্তের স্থিতাবস্তা সম্পূর্ণরূপে বহাল করার দাবি জানানো হওয়া সত্ত্বেও সীমান্তে চিনের উপদ্রবকে উপেক্ষা করে চিনের সঙ্গে পুনর্মিলনের হাত বাড়িয়ে দিচ্ছে মোদী সরকার”, বলে তোপ দাগেন তিনি।

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে খোলাখুলি ভাবে মদত করেছে চিন বলে চলতি বছরের জুলাই মাসে উল্লেখ করেছিলেন সেনা উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল সিং। সেই প্রসঙ্গে রমেশ এদিন লেখেন, “চিনের দুরভিসন্ধি জানা সত্ত্বেও তাদের সঙ্গে হাত মেয়াচ্ছে সরকার”। এক্স (X)-এর দীর্ঘ পোস্টটিতে ভারতের বিরুদ্ধে এখনও পর্যন্ত কি কি কার্যকলাপ চালিয়েছে তার একটি তালিকা দেন কংগ্রেস মুখপাত্র।

উল্লেখ্য, রবিবার সকালে চিনের রাষ্ট্রপতি শি জিনপিং-এর সঙ্গে সাক্ষাতের পর দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, “ভারত-চিন সম্পর্ক পারস্পরিক ভরসা, সম্মান এবং সংবেদনশীলতার উপর টিকে আছে। সীমান্তের শান্তি এবং নিরাপত্তার বিষয়ে দুই দেশের প্রচেষ্টাকে সাধুবাদ জানান প্রধানমন্ত্রী। সেইসঙ্গে কৈলাস মানস সরোবর যাত্রা, দুই দেশের মধ্যে বিমান চলাচল এবং সীমান্ত ব্যবস্থাপনার বিষয়েও কথা বলেন মোদী।

- Advertisement -
Devi Bhattacharya
Devi Bhattacharyahttps://kolkata24x7.in/
প্রশ্ন করতে, খুঁটিয়ে জানতে এবং উত্তর খুঁজতে ভালোবাসি। খবর অনুসন্ধান, ঘটনার অন্তরালের কারণ বিশ্লেষণ এবং সেগুলোকে শব্দে বুনে তোলার চেষ্টা করি। স্বচ্ছ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা করার লক্ষ্য নিয়ে গত ৪ বছর ধরে এই প্রফেশনে যুক্ত আছি। এছাড়াও আবৃত্তি করতে, ভ্রমণ এবং সেই ভ্রমণকাহিনি লিখতে ভালোবাসি।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular