Shehla Rashid: মোদীর বিরোধী ‘নকশাল’ শেহলা রশিদ বিজেপিতে? গুজরাটে বিলোচ্ছেন অটোগ্রাফ!

‘ওয়াশিং পাউডার…! ওয়াশিং মেশিন বিজেপি’ এমনই কটাক্ষ বাণে জর্জরিত হচ্ছেন নকশালপন্থী নেত্রী শেহলা রশিদ (Shehla Rashid)। অতিবামপন্থী নেত্রী শেহলা কাশ্মীরে আগামী নির্বাচনে বিজেপির তুরুপের তাস…

Shehla Rashid

‘ওয়াশিং পাউডার…! ওয়াশিং মেশিন বিজেপি’ এমনই কটাক্ষ বাণে জর্জরিত হচ্ছেন নকশালপন্থী নেত্রী শেহলা রশিদ (Shehla Rashid)। অতিবামপন্থী নেত্রী শেহলা কাশ্মীরে আগামী নির্বাচনে বিজেপির তুরুপের তাস হতে চলেছেন বলে প্রবল গুঞ্জন। মোদী সরকারের বিরুদ্ধে ক্রমাগত বাক্যবান ছুঁড়ে তিনি রাষ্ট্রদ্রোহে অভিযুক্ত হন। তার বিরুদ্ধে অভিযোগ তুলে নিয়েছে সরকার। এরপরই তাকে দেখা গেছে মোদীর নিজের রাজ্য গুজরাটে। ভদোদরায় সাহিত্য উৎসবে অকাতরে সই বিলি করছেন শেহলা রশিদ।

শেহলা রশিদ জেএনইউ ছাত্র ইউনিয়নে ক্ষমতাসীন বাম জোটের পদাধিকারী ছিলেন। সিপিআইএমএল (লিবারেশন) দলের শাখা সংগঠন এআইএসএ (আইসা) তাকে মনোনীত করেছিল। নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদের নেতৃত্ব দিয়েছিলেন যখন তিনি জেএনইউতে নেত্রী ছিলেন। সম্প্রতি, তিনি প্রধানমন্ত্রী মোদীর একজন দুর্দান্ত ভক্তে পরিণত হয়েছেন বলে কটাক্ষ শুরু হয়েছে। কারণ তিনি এখন মোদী সরকারের প্রশংশা করছেন।

kolkata24x7-sports-News

   

শেহলার সঙ্গে জ়েএনইউ ছাত্র ইউনিয়নে ছিলেন তৎকালীন সিপিআই ছাত্র নেতা কানহাইয়া কুমার। তিনি পরে কংগ্রেসে সামিল হন। আর উমর খালিদ বন্দি। জেএনইউ ছাড়ার পর শেহলা রশিদ সিপিআইএমএল লিবারেশন ও তাদের সংগঠন আইসা ছেড়ে নিজের সংগঠন গড়েন। রাষ্ট্রদ্রোহ মামলা তুলে নেওয়ার পর শেহলার সরাসরি বিজেপি যোগদান হবে বলে গুঞ্জন উসকে উঠেছে।

প্রখ্যাত সাংবাদিক রাজদীপ সরদেশাই বলেছেন শেহলা রশিদ এবং হার্জিক প্যাটেলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার “ওয়াশিং মেশিন”। তিনি বলেছেন, “দিল্লি পুলিশ শেহলা রশিদের বিরুদ্ধে 2019 সালের রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার করেছে; আহমেদাবাদ আদালত গুজরাট সরকারকে হার্দিক প্যাটেলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা প্রত্যাহারের অনুমতি দিয়েছে। যারা উমর খালিদের মতো মাথা নত করতে অস্বীকার করেছে তারা আজ ৫ বছর জামিন ছাড়াই কারাগারে। আইন তার নিজস্ব গতিতে চলছে নাকি রাজনীতি ‘ওয়াশিং মেশিন’-এর ভূমিকা পালন করছে?