Amarnath Yatra: আহত ও মৃতদের জন্য প্রার্থনা করলেন মসজিদের সদস্যরা

কোভিড মহামারির কারণে ২০২০ এবং ২০২১ সালে তীর্থযাত্রা অনুষ্ঠিত হয়নি। তবে অমরনাথ মন্দিরের কাছে আকস্মিক মেঘ ভাঙা বৃষ্টির জেরে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার…

Amarnath Yatra: আহত ও মৃতদের জন্য প্রার্থনা করলেন মসজিদের সদস্যরা

কোভিড মহামারির কারণে ২০২০ এবং ২০২১ সালে তীর্থযাত্রা অনুষ্ঠিত হয়নি। তবে অমরনাথ মন্দিরের কাছে আকস্মিক মেঘ ভাঙা বৃষ্টির জেরে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার ও ত্রাণকার্যের অংশ হিসেবে আটটি হেলিকপ্টার মোতায়েন করেছে ভারতীয় বিমান বাহিনী। জানা গিয়েছে, এখনও অবধি ১৫০০০ হাজার মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। যদিও নিখোঁজ রয়েছেন একাধিক মানুষ।

এদিকে দুর্ঘটনার মাঝেও সম্প্রীতির ছবি ধরা পড়েছে জম্মু কাশ্মীরে। এই মেঘ ভাঙা বৃষ্টির ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়েছে মসজিদে এবং মসজিদ কমিটি তীর্থযাত্রীদের সাহায্য করেছেও বলে খবর। মুসলিম সম্প্রদায়ের সদস্যরা, যারা অমরনাথ যাত্রার সময় তীর্থযাত্রীদের সেবা প্রদান করছেন, তারা ঈদুল আযহায় বালতাল বেস ক্যাম্পে নমাজ পড়েন।

 

Advertisements

এদিকে অন্ধ্র প্রদেশের সরকার জানিয়েছে যে রাজ্যের দুই মহিলা সহ পাঁচজন তীর্থযাত্রী, কাশ্মীরের পবিত্র অমরনাথ গুহার কাছে মেঘ ভাঙা এবং আকস্মিক বন্যায় নিখোঁজ হয়ে গিয়েছেন। অন্ধ্র প্রদেশ সরকার রাজ্য থেকে তীর্থযাত্রীদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য একটি ডেডিকেটেড হেল্পলাইন নম্বর ১৯০২ চালু করেছে।