দেবভূমিতে উদ্ধারকাজে নামল বিশেষ প্রশিক্ষিত সারমেয়র দল

গত কয়েকদিন ধরে দেবভূমি (Kedarnath Landslide) রুদ্রপ্রায়গে মেঘ ভাঙা বৃষ্টিতে আটকে কয়েক হাজার পুণ্যার্থী। এনডিআরএফ এবং সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় চলছে উদ্ধারকাজ। কিন্তু খারাপ আবহওয়ার জন্য…

Kedarnath Landslide

গত কয়েকদিন ধরে দেবভূমি (Kedarnath Landslide) রুদ্রপ্রায়গে মেঘ ভাঙা বৃষ্টিতে আটকে কয়েক হাজার পুণ্যার্থী। এনডিআরএফ এবং সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় চলছে উদ্ধারকাজ। কিন্তু খারাপ আবহওয়ার জন্য বারেবারেই থমকে যাচ্ছে উদ্ধারকাজ। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, সোমবার পরিস্থিতি অনুকূল হওয়ার কারণে ফের উদ্ধারকাজ শুরু হয়েছে। এইদিন সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কুকুদের দলকে উদ্ধারকাজে লাগানো হবে। রুদ্রপ্রয়াগের রামবারা থেকে ভীমবালি পর্যন্ত উদ্ধারকাজে হাত লাগাবে এই বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত সারমেয়র দল।

এক ঢিলে দুই পাখি! লালু-নীতীশ দুজনকে হারাতে কোন কৌশল পিকের?

   

প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে যে, ১০০ পুণ্যার্থীকে লিনচলি হেলিপ্যাডের মাধ্যমে কেদারনাথ ধামে পাঠানো হয়েছে। মন্দাকিনী নদীর পাশে জঙ্গলে কোনও কেউ আটকে আছে কিনা সেই দিকেও নজর রাখছে উদ্ধারকারী দল। রুদ্রপ্রয়াগ থেকে কেদারনাথ ধাম যাত্রার রাস্তায় ফের সোমবার থেকে শুরু হতে চলেছে উদ্ধারকাজ।

সোমবার বাড়ল না পেট্রোলের দর, সপ্তাহ জুড়েই অপরিবর্তিত জ্বালানীর দাম

প্রসঙ্গত বুধবার থেকে হওয়া ভারী বৃষ্টির জেরে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রুদ্রপ্রয়াগ। বহু রাস্তা ভেঙে গিয়েছে। কোথাও ধস নেমেছে। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা ভেবেই কেদারনাথ যাত্রা স্থগিত করে দেওয়া হয়েছে । কেদারের পথে ধসপ্রবণ এলাকাগুলিতে পুণ্যার্থীরা কোথাও আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখে পদক্ষেপ করা হচ্ছে। এনডিআরএফের ১২টি এবং এসডিআরএফের ৬০টি দল উদ্ধারকাজ চালাচ্ছে। এই দুর্যোগের জেরে বৃষ্টি এবং ধসে রাজ্য জুড়ে মৃত্যু হয়েছে ১১ জনের। আট জন গুরুতর জখম। কেদারনাথে আটকে থাকা ৫০০০ পুণ্যার্থীকে উদ্ধার করা হয়েছে। কেদারনাথ এবং যমুনোত্রীর ট্রেকিং করার পথও আপাতত বন্ধ রাখা হয়েছে।