UP Election 2022: যোগীর গরম ঠান্ডা হয়ে গিয়েছে, বললেন অখিলেশ

উত্তরপ্রদেশের সাত দফা নির্বাচনের দুই দফা ইতিমধ্যেই মিটে গিয়েছে। দ্বিতীয় দফার নির্বাচনের পরই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কড়া ভাষায় আক্রমণ করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।…

UP Election 2022: যোগীর গরম ঠান্ডা হয়ে গিয়েছে, বললেন অখিলেশ

উত্তরপ্রদেশের সাত দফা নির্বাচনের দুই দফা ইতিমধ্যেই মিটে গিয়েছে। দ্বিতীয় দফার নির্বাচনের পরই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কড়া ভাষায় আক্রমণ করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। মঙ্গলবার অখিলেশ বলেন, প্রথম দুই দফা ভোটের পরই যোগী আদিত্যনাথর যে গরম ছিল তা ঠাণ্ডা হয়ে গিয়েছে। মঙ্গলবার বুন্দেলখণ্ডে এক জনসভায় অখিলেশের গলায় ছিল ভরপুর আত্মবিশ্বাসের সুর। স্পষ্ট জানালেন, এবারের নির্বাচনে ঐতিহাসিক জয় পেতে চলেছে সমাজবাদী পার্টি।

এদিনের জনসভায় অখিলেশ বলেন, প্রথম দু’দফার ভোটেই মানুষ রাজ্যের রাজনৈতিক ভবিষ্যত স্পষ্ট করে দিয়েছে। তৃতীয় দফায় ভোট গ্রহণের পর মানুষ যোগীকে আরও ঠান্ডা করে দেবে। প্রথম দফার নির্বাচনে আমরা দেখেছি, সমাজবাদী পার্টি-আরএলডি প্রার্থীদের পক্ষে মানুষ বিপুল ভোট দিয়েছে। বিজেপি বরাবর বুন্দেলখণ্ডের মানুষকে ঠকিয়েছে। তাদের সঙ্গে প্রতারণা করেছে। কিন্তু সমাজবাদী পার্টি সবসময় তাদের পাশে দাঁড়িয়েছে। স্বাভাবিকভাবেই বুন্দেলখণ্ডের মানুষ ভোটের দিন তাঁদের কৃতজ্ঞতা প্রকাশ করবেন।

এদিন অখিলেশ বলেন, প্রথম দু’দফার নির্বাচনের পরই পরাজয়ের বিষয়ে নিশ্চিত হয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সে কারণেই তিনি রাতে ঘুমাতে পারছেন না। বিজেপিকে কটাক্ষ করে সপা নেতা বলেন, এই দল সব সময় ধর্মীয় বিভাজন ও ভেদাভেদের রাজনীতি করে। মানুষকে মিথ্যা কথা বলে। তাই এ ধরনের এক মিথ্যাবাদী দলকে মানুষ আর কোনওভাবেই ভোট দেবে না। মানুষ ভোট দেবে সমাজবাদী পার্টি ও আরএলডি জোট প্রার্থীদের।

Advertisements

উল্লেখ্য, ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশের ভোটকে রাজনৈতিক মহল সেমিফাইনালের লড়াই বলছেন। অন্যদিকে এই নির্বাচন অখিলেশের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই। কারণ ভোটে বিজেপির কাছে হারলে আরও দুর্বল হয়ে পড়বে সপা।