“অনুপ্রেরণার উৎস”, নরেন্দ্র মোদীর ৭৫ তম জন্মদিনে মেলোনির শুভেচ্ছা

নয়াদিল্লি: ৭৫ তম জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra modi) উপর হচ্ছে শুভেচ্ছার বৃষ্টি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে পুতিন, নেতানিয়াহু সহ বিশ্বের “বন্ধু” রাষ্ট্রনায়কেরা শুভেচ্ছা…

নয়াদিল্লি: ৭৫ তম জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra modi) উপর হচ্ছে শুভেচ্ছার বৃষ্টি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে পুতিন, নেতানিয়াহু সহ বিশ্বের “বন্ধু” রাষ্ট্রনায়কেরা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রীকে। শুভেচ্ছা এসেছে ইতালি থেকেও। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Giorgia Meloni) প্রধানমন্ত্রীকে “অনুপ্রেরণার উৎস” বলে উল্লেখ করে এক্স-এ লেখেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানাই ৭৫ তম জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। ওনার লক্ষ্য, ধৈর্য, ক্ষমতা এবং দেশকে নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার লক্ষাধিক মানুষকে অনুপ্রাণিত করে।”

বন্ধুত্ব এবং সম্মানের সঙ্গে “ওনার সুস্থতা এবং দুই দেশের মজবুত সম্পর্ক এবং ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই” বলে উল্লেখ করেন মেলোনি। সেইসঙ্গে পোস্টটিতে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি।

   

Donald Trump সহ অন্যান্য রাষ্ট্রনায়কদের শুভেচ্ছা

উল্লেখ্য, জন্মদিনে কেবলমাত্র এক্স-এর শুভেচ্ছাতেই থেমে থাকেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। “বন্ধু” মোদীকে সাত সমুদ্র পার থেকে একেবারে টেলিফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেইসঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পাশাপাশি ভারত-আমেরিকার সম্পর্ক মজবুত করার বিষয়েও মোদীর সঙ্গে এদিন আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।

Advertisements

নিজের সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে (Truth Social) ট্রাম্প লেখেন, “আমার বন্ধু, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে খুব সুন্দর বার্তালাপ হয়েছে। আমি ওনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানাই। উনি দুর্দান্ত কাজ করছেন।” পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানের সম্মতি দেওয়ার জন্যও মোদীকে ধন্যবাদ জানান ট্রাম্প। ভারতীয় পণ্যে চড়া শুল্ক চাপানোর পর থেকে ভারত-আমেরিকার সম্পর্কে চিড় দেখা দিয়েছিল।

তবে ভারত এবং মোদীকে “সর্বদা বন্ধু” বলে ট্রাম্পের উল্লেখের পর দু-পক্ষের মধ্যে বরফ গলতে শুরু করে। এদিন জন্মদিনের শুভেচ্ছা বার্তার প্রেক্ষিতে ট্রাম্পকে এক্স-এ ধন্যবাদ জানিয়েছেন মোদী। এছাড়াও, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আন্টনি অ্যালবানিস, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন।