ইডির জেরার মুখে এবার বলিউডের সোনু সুদ

অবৈধ বেটিং অ্যাপ মামলায় একের পর এক তারকার নাম জড়াচ্ছে। টলিউডের অঙ্কুশ হাজরা ও সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীর পর এবার বলিউডের জনপ্রিয় অভিনেতা সোনু সুদের (Sonu…

sonu-sood-arrest-warrant-10-lakh-fraud-case

অবৈধ বেটিং অ্যাপ মামলায় একের পর এক তারকার নাম জড়াচ্ছে। টলিউডের অঙ্কুশ হাজরা ও সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীর পর এবার বলিউডের জনপ্রিয় অভিনেতা সোনু সুদের (Sonu Sood) দিকেও আঙুল তুলল ইডি। সূত্রের খবর, আগামী ২৪ সেপ্টেম্বর দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দপ্তরে হাজিরা দিতে হবে তাঁকে। তদন্তকারীরা ইতিমধ্যেই সোনুর কাছে নোটিস পাঠিয়েছেন।

গত কয়েক মাস ধরে এই অবৈধ বেটিং অ্যাপ মামলা নিয়ে সরগরম বিনোদন জগত। অভিযোগ, কোটি কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে। বিভিন্ন সেলিব্রিটি এই অ্যাপের বিজ্ঞাপন করেছেন বলে অভিযোগ উঠেছে। এর মাধ্যমে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে বিপুল টাকা লুট করেছে সংস্থাটি।

   

টলিউড থেকে ইতিমধ্যেই সমন পেয়েছেন অঙ্কুশ হাজরা ও মিমি চক্রবর্তী। সোমবার সকাল ১১টা থেকে প্রায় ৯ ঘণ্টা জেরা করা হয় মিমিকে। তাঁর কাছ থেকে একাধিক আর্থিক লেনদেন ও বিজ্ঞাপন সংক্রান্ত নথি খুঁটিয়ে দেখেছেন তদন্তকারীরা। অন্যদিকে মঙ্গলবার ইডি দফতরে হাজির হন অঙ্কুশ হাজরা। সেখানেও দীর্ঘক্ষণ জেরা চলে তাঁকে নিয়ে।

এই মামলায় বলিউডের অভিনেত্রী উর্বশী রাওতেলাকেও সমন পাঠানো হয়েছে। আজ, মঙ্গলবারই তাঁর হাজিরা দেওয়ার কথা রয়েছে। এর আগে এই একই মামলায় জেরা করা হয়েছিল দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না ও শিখর ধাওয়ানকে। তদন্তকারীরা তাঁদের কাছ থেকে জেনেছেন, কীভাবে অ্যাপ সংস্থা তাঁদের সঙ্গে যোগাযোগ করেছিল, কত টাকা লেনদেন হয়েছিল এবং কর সংক্রান্ত নথি কীভাবে মেনে চলা হয়েছিল।

এবার নজরে এলেন সোনু সুদ। তিনি শুধু বলিউড অভিনেতাই নন, বরং করোনা মহামারির সময় দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ‘মেসায়াহ’ খ্যাতি অর্জন করেছিলেন। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো থেকে শুরু করে ছাত্রছাত্রীদের সাহায্য—সবক্ষেত্রে তিনি ছিলেন সামনের সারিতে। তাই তাঁর নাম বেটিং কেলেঙ্কারিতে জড়ানোয় অনেকেই অবাক।

Advertisements

তদন্তকারী সূত্রে খবর, সোনু সুদকে জিজ্ঞাসা করা হবে তিনি বিজ্ঞাপনের বিনিময়ে কত টাকা নিয়েছিলেন, সেই লেনদেনের ধরন কী ছিল এবং কোনও বেআইনি কার্যকলাপে তিনি সরাসরি যুক্ত ছিলেন কি না। ইডি-র মতে, শুধু প্রচারেই সীমাবদ্ধ নয়, বহু তারকা এই অবৈধ প্ল্যাটফর্মে বিনিয়োগও করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। তাই আর্থিক লেনদেন ও ব্যাংক অ্যাকাউন্টের নথি খুঁটিয়ে দেখা হবে।

এই মামলায় আরও কয়েকজন বলিউড ও ক্রীড়া জগতের তারকার নাম উঠে আসতে পারে। তদন্তকারীরা জানিয়েছেন, যাঁরা এই অ্যাপ থেকে টাকা পেয়েছেন তাঁদের প্রত্যেকের নাম, পরিমাণ ও লেনদেনের ধরন খুঁজে বের করা হচ্ছে। মূলত এই চক্রে কোন কোন অফিসার বা কর্তৃপক্ষ যুক্ত, সেটিও চিহ্নিত করার চেষ্টা চলছে।

ভারতে অনলাইন বেটিং বা জুয়া বেআইনি। তবুও একাধিক অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে চলছে এই অবৈধ ব্যবসা। এর পিছনে প্রভাবশালী ব্যক্তিত্বরা আছেন বলে সন্দেহ তদন্তকারীদের। তাঁদের মধ্যে অন্যতম নাম এখন সোনু সুদ।

আগামী ২৪ সেপ্টেম্বর দিল্লির সদর দপ্তরে হাজিরা দিতে হবে অভিনেতাকে। সেদিন তাঁর বয়ান রেকর্ড করা হবে। এরপর তদন্তকারীরা পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন। সবমিলিয়ে এই বেটিং অ্যাপ মামলা নিয়ে আরও বড় বিস্ফোরক তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে।