প্রধানমন্ত্রী পদে মোদীর হ্যাটট্রিক পাকা, অধিকাংশ বুথফেরৎ সমীক্ষাই সেই ইঙ্গিত করেছে। উদযাপনের জন্য তৈরি বিজেপি। সমীক্ষার ফল অবশ্য মানতে নারাজ ‘ইন্ডি’ জোটের শরিকরা। কংগ্রেস সবাপতি মল্লিকার্জুন অর্জুন খাড়গে তো আবার দাবি করেছেন বিরোধীরা ২৯৫ আসন পেয়ে কেন্দ্রীয় সরকার গঠন করবে। কী ভাবছেন সনিয়া গান্ধী?
সোমবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির শততম জন্মবার্ষিকী। তামিল রাজনীতির প্রয়াত এই নেতাকে শ্রদ্ধা জানাতে দিল্লির ডিএমকে কার্যালয়ে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনিয়া। সেখান থেকে বেরনোর সময়ই সাংবাদিকরা তাঁরে বুথ ফেরৎ সমীক্ষা নিয়ে প্রশ্ন করে। জবাবে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ বলেন, ‘অপেক্ষা করুন আর দেখুন। আমরা খুব আশাবাদী যে, বুথফেরৎ সমীক্ষায় যা দেখিয়েছে, আমাদের চূড়ান্ত ফলাফল তার সম্পূর্ণ বিপরীত হবে।’
দুরন্ত জয়ের তুফানি সেলিব্রেশন, জানুন বিজেপির মেগা পরিকল্পনা
গত শনিবার সন্ধ্যায় প্রকাশিত বুথফেরৎ সমীক্ষা নিয়ে আগেই ক্ষোভপ্রকাশ করেন ‘ইন্ডি’ জোটের শরিক নেতারা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বুথফেরত সমীক্ষাকে ‘মোদী মিডিয়া পোল’ বলে কটাক্ষ করেছেন। তোপ দেগেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বাংলার মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘সংবাদমাধ্যম কী করে বলে দিচ্ছে, ওই আসনে ও জিতবে, অমুক আসনে কে জিতবে… কত টাকার বিনিময়ে? আমি এই সংবাদমাধ্যমের হিসাব মানি না। কর্মীদের বলব শক্ত থাকতে।’ তৃণমূলের সর্ববারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘২০১৪ সালে আমরা ৩৪টি আসন জিতেছিলাম। সে বারও এগজ়িট পোল আমাদের এতগুলো আসন জেতার কথা বলেনি। এ বার আমরা তার থেকেও ভাল ফল করব।’
অধিকাংশ বুথপেরৎ সমীক্ষাতেই বলা হয়েছে যে, ২০২৪ সালের লোকসভা ভোটে জিতবে বিজেপি। গেরুয়া দলটির নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে ৩৭০ আসন। তবে মোদী-শাহদের ৪০০ পারের নাড়া বোধহয় এবার পূর্ণ হবে না। সমীক্ষার ফল অনুয়াযী কংগ্রেস-সহ বিজেপি বিরোধী ‘ইন্ডি’ জোট পেতে পারে ১৫০-র কাছাকাছি আসন।