
ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। সোমবার সন্ধ্যায় তাঁকে দিল্লির নামী শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। এই খবরে কংগ্রেস শিবিরে উদ্বেগ ছড়িয়েছে। যদিও দলের তরফে জানানো হয়েছে, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন তিনি।
সূত্রের খবর, সোমবার সন্ধ্যার দিকে শারীরিক (Sonia Gandhi)অসুস্থতা অনুভব করায় সোনিয়া গান্ধীকে(Sonia Gandhi) দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে কী কারণে তাঁকে ভর্তি করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন এবং পর্যবেক্ষণের জন্য তাঁকে হাসপাতালে রাখা হয়েছে বলে জানা গেছে। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি নেই, তবে বয়সজনিত কারণে তাঁকে পর্যাপ্ত বিশ্রামে রাখা হচ্ছে।
৭৭ বছর বয়সি সোনিয়া গান্ধী দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। অতীতেও একাধিকবার তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছে। কখনও শ্বাসকষ্ট, কখনও সংক্রমণজনিত সমস্যা, আবার কখনও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে বিদেশেও চিকিৎসা করাতে দেখা গেছে। ফলে তাঁর অসুস্থতার খবর সামনে আসতেই স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে উদ্বেগ বাড়ে। হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই কংগ্রেসের শীর্ষ নেতারা তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিতে শুরু করেছেন। রাজনৈতিক মহলের বাইরেও বিভিন্ন মহল থেকে তাঁর সুস্থতা কামনা করে বার্তা আসতে শুরু করেছে।





