লেহ: জলবায়ু কর্মী ও লাদাখের প্রখ্যাত সমাজকর্মী সোনম ওয়াংচুক-কে শুক্রবার গ্রেফতার করল পুলিশ। মাত্র দুই দিন আগে লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করার দাবিতে চরম বিক্ষোভ হয় লেহ জুড়ে৷ যা হিংসাত্মক রূপ নেয়। তার পরেই সরকারের এই পদক্ষেপকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে উপত্যকায়।
সাংবাদিক বৈঠকের আগেই গ্রেফতার
শুক্রবার দুপুর আড়াইটায় সাংবাদিক বৈঠক করার কথা ছিল ওয়াংচুকের। কিন্তু বৈঠক শুরু হওয়ার আগেই তাঁকে আটক করে পুলিশ। ফলে সংবাদমাধ্যমের সামনে আন্দোলনের পক্ষে নিজের বক্তব্য পেশ করার কোনও সুযোগ পাননি তিনি।
গত কয়েক মাস ধরেই লাদাখে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দানা বাঁধছিল। তাঁদের আশঙ্কা, ষষ্ঠ তফসিলের সুরক্ষা না মিললে লাদাখের ভৌগোলিক পরিবেশ, সংস্কৃতি ও আদিবাসী অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেই দাবিকে সামনে রেখে আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন সোনম ওয়াংচুক।
হিংসার জন্য সোনমকে দায়ী করা হয় Sonam Wangchuk Arrested
লাদাখে অশান্তির ঘটনায় কমপক্ষে ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। কেন্দ্রের তরফে এই ঘটনার জন্য সোনমকে আগেই দায়ী করা হয়েছিল।বুধবারের বিক্ষোভ কর্মসূচি হিংসাত্মক হয়ে ওঠার পর থেকেই প্রশাসন কড়া নজরদারি শুরু করে। যদিও পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে সূত্রের খবর—আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই ওয়াংচুককে আটক করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, ওয়াংচুকের গ্রেপ্তারি শুধু আন্দোলনকে নতুন মাত্রা দেবে না, লাদাখের রাজনৈতিক অস্থিরতাকেও আরও উসকে দিতে পারে।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
