প্রায় দেড় ডজন মোদীর মন্ত্রী দুর্মুশ, স্মৃতি-নিশীথ-সুভাষদের মত পরিণতি আর কাদের?

এবারের ভোটে হেরেছেন দ্বিতীয় মোদী মন্ত্রিসভার একাধিক মন্ত্রী। পরাজিতদের মধ্যে অন্যতম, স্মৃতি ইরানি, অর্জুন মুণ্ডা, অজয় মিশ্র টেনিরা। বেশিরভাগ পরাজিত মন্ত্রীই হিন্দি বলয়ের। একসঙ্গে এতজন…

Some of Modi-s ministers have been defeated in 2024 Lok Sabha polls

এবারের ভোটে হেরেছেন দ্বিতীয় মোদী মন্ত্রিসভার একাধিক মন্ত্রী। পরাজিতদের মধ্যে অন্যতম, স্মৃতি ইরানি, অর্জুন মুণ্ডা, অজয় মিশ্র টেনিরা। বেশিরভাগ পরাজিত মন্ত্রীই হিন্দি বলয়ের। একসঙ্গে এতজন মন্ত্রীর হারের ফলে সরকার গঠনের একক সংখ্যাগরিষ্ঠতা মেলেনি বিজেপির। নির্ভর করতে হচ্ছে এনডিএ জোটের বাকি শরিকদের উপর।

নির্বাচন কমিশন এখনও ৫৪২টি (মোট আসন ৫৪৩) লোকসভা কেন্দ্রের ফলাফল ঘোষমা করেছে। তার মধ্যে বিজেপি জিতেছে ২৪০টি, কংগ্রেসের দখলে ৯৯টি আসন।

   

একনজরে দ্বিতীয় মোদী মন্ত্রিসভার পরাজিত মন্ত্রীরা-

স্মৃতি ইরানি: ধরাশায়ী হেভিওয়েটদের মধ্যে অন্যতম আমেঠিতে স্মৃতি ইরানির হার। স্মৃতি ইরানি যিনি ২০১৯ সালে রাহুল গান্ধীকে আমেঠিতেই পরাজিত করেছিলেন। এবার তিনিই কংগ্রেস প্রার্থী কিশোরী লাল শর্মার কাছে ১,৬৭,১৯৬ ভোটের ব্যবধানে হেরেছেন। আমেঠিতে বিজেপির ঘাঁটি ছিল।

অজয় মিশ্র টেনি: বিতর্কিত লখিমপুর খেরি ঘটনায় জড়িত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সমাজবাদী পার্টির প্রার্থী উৎকর্ষ ভার্মার কাছে ৩৪,৩২৯ ভোটে পরাজিত হয়েছেন।

অর্জুন মুন্ডা: কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী ঝাড়খণ্ডের খুন্তি নির্বাচনী এলাকায় শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয়েছেন, কংগ্রেস প্রার্থী কালীচরণ মুন্ডার কাছে ১,৪৯,৬৭৫ ভোটে পরাজিত হন৷

কৈলাশ চৌধুরী: দ্বিতীয় মোদী মন্ত্রিসবায় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী কৈলাশ চৌধুরী রাজস্থানের বারমের থেকে কংগ্রেসের উম্মেদা রাম বেনিওয়ালের চেয়ে ৪.৪৮ লাখ ভোটে ধরাশায়ী হন।

চিনুন এবারের লোকসভায় দেশের সর্বকনিষ্ঠ সাংসদের একজনকে

রাজীব চন্দ্রশেখর: কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর কেরালার তিরুবনন্তপুরমে কংগ্রেস নেতা শশী থারুরের কাছে ১৬,০৭৭ ভোটে হেরেছেন।

বিজেপির ধাক্কা শুধু এই বিশিষ্ট ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। মহেন্দ্র নাথ পাণ্ডে, কৌশল কিশোর, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, সঞ্জীব বালিয়ান, রাও সাহেব দানভে, আর কে সিং, ভি মুরালীধরন, এল মুরুগান, সুভাষ সরকার এবং নিশীথ প্রামাণিকের মতো মন্ত্রীরাও ভোটে পরাজিত হয়েছেন।

উত্তরপ্রদেশের চান্দৌলি আসন থেকে হেরে গিয়েছেন কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রী মহেন্দ্র নাথ পাণ্ডে। আবাসন ও নগর বিষয়ক প্রতিমন্ত্রী কৌশল কিশোর মোহনলালগঞ্জে সমাজবাদী পার্টির আর কে চৌধুরীর কাছে ৭০,২৯২ ভোটে হেরেছেন।

মৎস্যমুখী করেই নিশীথ বধের উদযাপন রবীন্দ্রনাথের, বেজায় খুশি মমতা

সাধ্বী নিরঞ্জন জ্যোতি, কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক, খাদ্য ও জনবন্টন প্রতিমন্ত্রী উত্তরপ্রদেশের ফতেহপুরে হেরে গিয়েছেন। রেল প্রতিমন্ত্রী রাও সাহেব দানভে মহারাষ্ট্রের জালনা আসনটি কংগ্রেসের কল্যাণ বৈজনাথ রাও কালের কাছে হেরেছেন। বিহারের আরা থেকে সিপিআই (এমএল) এর সুদামা প্রসাদের কাছে হেরেছেন ক্যাবিনেট মন্ত্রী আরকে সিং।

কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বলিয়ান মুজাফফরনগর লোকসভা আসনে সমাজবাদী পার্টির হরেন্দ্র সিং মালিকের কাছে ২৪ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।

কেরালার তিরুবনন্তপুরমে পরাজিত হয়েছেন কেন্দ্রীয় পররাষ্ট্র ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ভি মুরালীধরন। মৎস্য, পশুপালন এবং দুগ্ধ প্রতিমন্ত্রী এল মুরুগান তামিলনাড়ুর নীলগিরিতে ডিএমকে-এর এ রাজার কাছে ২,৪০,৫৮৫ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক পশ্চিমবঙ্গের কোচবিহারে তৃণমূলের জগদীশ চন্দ্র বসুনিয়ার কাছে ৩৯,০০০ ভোটে হেরেছেন।

শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার পশ্চিমবঙ্গের বাঁকুড়া লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তীর কাছে ৩২,৭৭৮ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।