Old Monk: দেশের সবচেয়ে আইকনিক রাম – ওল্ড মঙ্ক (Old Monk)। ভারতের কোনও বারই এই আইকনিক রামের বোতল ছাড়া অসম্পূর্ণ। এই রাম এতটাই জনপ্রিয় যে ওল্ড মঙ্কের ভক্তকে অন্য ব্র্যান্ডে সুইচ করতে রাজি করানো মোটেই সহজ কাজ নয়। উল্লেখ্য, সাত দশকেরও বেশি সময় আগে প্রথম লঞ্চ হওয়ার পর থেকে ওল্ড মঙ্ক কার্যত অপরিবর্তিত রয়েছে। এই কারণেই এর ভক্ত এতো বেশি। তবে এবার খারাপ খবর পেতে পারেন সুরা প্রেমীরা। পুজোর আগেই মাথায় হাত ওল্ড মঙ্কের ভক্তদের!
ভারতের অন্যতম জনপ্রিয় রাম ‘Old Monk’ তৈরি করে মোহন মেকিন লিমিটেড। হিমাচল প্রদেশের সোলন শহরে অবস্থিত এই ঐতিহাসিক অ্যালকোহল প্রস্তুতকারী সংস্থা। তবে এখন বিপাকে এই সংস্থা। অভিযোগ, গত ২০ বছর ধরে প্রোপার্টি ট্যাক্স দেয়নি মোহন মেকিন। ফলে, গত দুই দশক ধরে কর প্রদান না করায় এই জনপ্রিয় অ্যালকোহল প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে বড়সড় পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে সোলন পৌরসভা। উল্লেখ্য, বছরে কোটি টাকার টার্নওভার এই সংস্থার।
৫৭.৫০ লাখ টাকার বকেয়া কর দ্রুত মেটানোর জন্য সংস্থার বিরুদ্ধে সতর্কতা জারি করেছে সোলন পৌরসভা। মোহন মেকিন লিমিটেড ভারতের প্রথম অ্যালকোহল ডিস্টিলারি হিসেবে পরিচিত। কর না দেওয়ায় এই সংস্থা বর্তমানে সোলন পৌর কর্পোরেশনের ডিফল্টার তালিকায়। পৌরসংস্থা সাফ জানিয়েছে, কোম্পানি দ্রুত কর না মেটালে আইনি পদক্ষেপ নিয়ে সম্পত্তি সিল করে দেওয়া হবে।
জুনিয়র ইঞ্জিনিয়ারের নেতৃত্বে শুরু হয়েছে সমীক্ষা। সোলন পৌরসভা জানিয়েছে কোম্পানির ভবনের বিল্ট-আপ এরিয়া অনুযায়ী আগস্ট ২০২২ থেকে জুলাই ২০২৫ সাল পর্যন্ত নতুন ট্যাক্স নির্ধারণের জন্য সমীক্ষা শুরু হয়েছে। এছাড়াও জানা যাচ্ছে এই কোম্পানি ১৯৯৭ থেকে জুলাই ২০২২ পর্যন্ত কোনও কর দেয়নি এই কোম্পানি। এই বকেয়া করের পরিমাণ বর্তমানে ৫৭.৫০ লাখ।
সংবাদমাধ্যমকে সোলন পৌর কমিশনার একতা কাপটা জানিয়েছেন ওই সংস্থাকে নোটিশ পাঠিয়ে শেষ বারের মত সতর্ক করা হয়েছে। এর আগেও বহুবার পাঠিয়েও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ওই কোম্পানির।
বিখ্যাত এই অ্যালকোহল প্রস্তুতকারী সংস্থার যাত্রা শুরু ১৮৫৫ সালে। ব্রিটিশ নাগরিক এডওয়ার্ড ডায়ারের মাধ্যমে শুরু হয় যাত্রা। এরপর ১৯৬৯ সালে নরেন্দ্র নাথ মোহন এটি কিনে নেন। ১৯৮০ সালে সংস্থার নাম পরিবর্তন করে মোহন মেকিন লিমিটেড রাখা হয়। মোহন মেকিন লিমিটেড তৈরি করে ‘Old Monk’ রাম। এছাড়াও বিভিন্ন ব্যান্ড তাদের লাইনআপে রয়েছে যেমন ‘Golden Eagle’ বিয়ার, ‘Solan Gold Indian Single Malt Whisky’, ‘Old Monk The Original Premium Beer Can’ ইত্যাতি।
কোম্পানি কি এবার কর মেটাবে নাকি সোলনের পৌর প্রশাসন সংস্থার সম্পত্তি সিল করে দেবে, সেটাই দেখার। তবে এই ঘটনার পর মোহন মেকিন লিমিটেড-এর ভাবমূর্তিতে বড়সড় প্রভাব পড়বে বলেই মনে করছে বিশেষজ্ঞরা।