অপারেশন সিঁদুর-এর পর প্রথম গুজরাটে মোদী, রোডশোয় কর্নেল সোফিয়ার পরিবার

Sofiya Qureshis family Modi’s roadshow ভদোদরা: অপারেশন ‘সিঁদুর’-এর পর প্রথমবার গুজরাট সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বডোদরায় রোডশো করতে দেখা গেল তাঁকে। রাস্তার দুই…

Sofiya Qureshis family Modi's roadshow

Sofiya Qureshis family Modi’s roadshow

ভদোদরা: অপারেশন ‘সিঁদুর’-এর পর প্রথমবার গুজরাট সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বডোদরায় রোডশো করতে দেখা গেল তাঁকে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে যেমন মানুষ তাঁকে অভ্যর্থনা জানালেন, তেমনই ভিড়ের মধ্যেই দেখা গেল এক বিশেষ পরিবারের উপস্থিতি—ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশির বাবা-মাকে।

অপারেশন সিঁদুরের মুখ

সোফিয়া সেই সেনা অফিসার, যিনি অপারেশন সিঁদুরের মুখ হয়ে উঠেছেন। পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে ২১টি স্থানে চালানো এই ত্রিস্তরীয় সামরিক অভিযানের মিডিয়া ব্রিফিংয়ে তাঁকে দেখা গিয়েছিল বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং ও বিদেশ সচিব বিক্রম মিশ্রির পাশে। দেশজুড়ে প্রশংসিত হয় সেই দৃশ্য। কিন্তু সেই প্রশংসার মাঝেই নেমে আসে বিতর্কের ঝড়।

   

মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ একটি অনুষ্ঠানে কর্নেল সোফিয়াকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন—তাঁকে ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলে কটাক্ষ করেন। সেই মন্তব্যে শুধু সেনা নয়, ক্ষুব্ধ হয়ে ওঠে গোটা দেশ। মামলা হয়, সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করে, তদন্তে নামে পুলিশ, শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হন বিজয় শাহ। যদিও বিজেপির শীর্ষ নেতৃত্ব নীরব থেকে গিয়েছে আজও।

হোর্ডিং-এ অপারেশনের সাফল্য, নিচে দাঁড়িয়ে এক যোদ্ধার পরিবার Sofiya Qureshis family Modi’s roadshow

বডোদরার হার্নি বিমানবন্দর থেকে শুরু হয় মোদীর রোডশো। শহরের রাস্তায় টাঙানো হোর্ডিং-এ ফুটে উঠেছে অপারেশন সিঁদুরের সাফল্য—আর সেই হোর্ডিং-এর নিচে দাঁড়িয়ে আছেন কর্নেল সোফিয়ার বাবা তাজ মহম্মদ ও মা হালিমা কুরেশি। তাঁদের চোখে গর্ব, বুকে যন্ত্রণা—মেয়ের নাম যেভাবে রাজনীতির খেলা ও কুৎসার শিকার হয়েছে, সেই ক্ষত এখনো স্পষ্ট।

তবে এই উপস্থিতি নিঃশব্দ প্রতিবাদের চেয়ে কম কিছু নয়। বিজেপিরই এক মন্ত্রীর অপমানের পরে, কর্নেল সোফিয়ার মা-বাবার মোদীর রোডশোয়ে আসা যেন বলে দেয়—সেনার গৌরব রাজনীতির ঊর্ধ্বে।

কে এই কর্নেল সোফিয়া কুরেশি?

গুজরাটের মেয়ে কর্নেল সোফিয়া ভারতীয় সেনার ‘কোর অব সিগন্যালস’-এর অধীনে একটি বিশেষ ইউনিটের কমান্ডার। তিনি তৃতীয় প্রজন্মের সেনাকর্মী। ২০১৬ সালে ইতিহাস তৈরি করেন, প্রথম ও একমাত্র মহিলা হিসেবে ভারতীয় সেনার প্রতিনিধিত্ব করে একটি বহুজাতিক মহড়ায় নেতৃত্ব দিয়ে (ASEAN Plus)।

Advertisements

অপারেশন সিঁদুর তাঁকে ঘরোয়া পরিচিতি ছাপিয়ে দেশজোড়া সম্মানের প্রতীক করে তোলে। যেভাবে পাকিস্তানের মাটিতে গিয়ে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়, সেই সেনা জবাবের মুখ হয়ে ওঠেন কর্নেল সোফিয়া।

সীমান্ত পেরিয়ে মন জিতে নেওয়ার গল্প

একটা সময় ছিল, যখন নারী সেনাকর্মীরা শুধু সহায়কের ভূমিকায় থাকতেন। আজ কর্নেল সোফিয়া কুরেশির মতো অফিসারেরা সেই ধারা ভেঙে নেতৃত্ব দিচ্ছেন সামরিক কৌশলে, গোটা দেশের সম্মানে।

তাঁর এই যাত্রা শুধু একজন সেনার কাহিনি নয়—এটা এক সাহসী নারীর লড়াই, দেশপ্রেম, আর অপমানের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর গল্প। বডোদরার রোডশো তারই এক স্মরণীয় দৃশ্য।

 Bharat: PM Modi’s Gujarat roadshow after ‘Operation Sindoor’ highlights a unique moment: the presence of Colonel Sofia Qureshi’s parents. Despite a BJP minister’s past controversial remarks against Sofia, their presence underscores military honor above politics. Discover this powerful silent protest and the ongoing debate.