Teesta Setalvad গুজরাট সন্ত্রাস দমন বিভাগ গ্রেফতার করল সমাজকর্মী তিস্তা শেতলবাদকে। গুজরাট গোষ্ঠি সংঘর্ষ মামলায় তীব্র আলোচিত তিনি। বারবার তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে সরব তিস্তা।
তিস্তাকে গ্রেফতারের ঘটনায় তীব্র আলোড়ন পড়েছে। কারণ তাঁর বিরুদ্ধে ২০০২ সালের গুজরাট গোষ্ঠি সংঘর্ষ মামলায় ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। এদিন তাঁকে মুম্বইতে গ্রেফতার করে গুজরাট এ টি এস। তাঁকে গুজরাটে নিয়ে গিয়ে জেরা করা হবে বলেই জানা যাচ্ছে।
গুজরাট গোষ্ঠি সংঘর্ষে গুলবার্গ সোসাইটিতে ঘটনায় প্রাক্তন কংগ্রেস নেতা ও সাংসদ এহসান জাফরি সহ কমপক্ষে ৬৯ জনকে খুন করা হয়েছিল। গুলবার্গ সোসাইটি গণহত্যা মামলায় নিহত কংগ্রেস নেতার স্ত্রী জাকিয়া জাফরি কোনওভাবেই সুপ্রিম কোর্টের তৈরি সিটের তদন্ত রিপোর্টে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্নিন চিট মেনে নেননি। শুক্রবার তাঁর আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট। এবং সিট রিপোর্টকে মান্যতা দেয়। স্বস্তি পান মোদী।
এর পরেই তিস্তাকে গ্রেফতার করল গুজরাট এ টি এস। অভিযোগ তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা গুজরাট গোষ্ঠিসংঘর্ষ নিয়ে ভুয়ো তথ্য ছড়াচ্ছে। জাকিয়া জাফরি সুপ্রিম কোর্টে যে আবেদন করেছিলেন তাতে তিস্তা শেতলবাদের সংস্থার দেওয়া তথ্য ছিল। ফলে বিতর্ক চরমে ওঠে। এই বিতর্রকের মাঝে গ্রেফতার হলেন তিস্তা।