অপারেশন থিয়েটারে সাপ! মেডিক্যাল কলেজ হাসপাতালে হুলস্থুল!

লখনউ: অপারেশন থিয়েটারে (OT) যেখানে মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করে, সেখানে কিনা ফণা তুলে বসে রয়েছে আস্ত সাপ! অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে ঝাঁসির মহারাণী লক্ষ্মীবাঈ মেডিক্যাল…

লখনউ: অপারেশন থিয়েটারে (OT) যেখানে মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করে, সেখানে কিনা ফণা তুলে বসে রয়েছে আস্ত সাপ! অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে ঝাঁসির মহারাণী লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজ হাসপাতালে। অপারেশন থিয়েটারের মত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ জায়গায় সাপ (Snake) ঢুকে বসে থাকার ঘটনায় চিকিৎসক থেকে রোগী এমনকি স্বাস্থ্যকর্মী, নার্সদের মধ্যেও চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সংবাদসংস্থা সূত্রে খবর, ওটি ইনচার্জ কনক শ্রীবাস্তব সবার আগে সাপটিকে দেখতে পান। তৎক্ষণাৎ তিনি আধিকারিকদের কাছে খবর পাঠালে বনদফতরকে বিষয়টি জানানো হয়। কিছুক্ষণ পর বনদফতরের (Forest Department) কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করেন। তবে ঘটনায় হাসপাতালের রোগী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। হাজারও রোগী যেখানে রোগ নিরাময়ের জন্য আসেন, সেখানে অপারেশন থিয়েটারে সাপ ঢুকে পড়ার ঘটনা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে রোগী থেকে শুরু করে চিকিৎসকদের মধ্যেও।

   

কঠোর নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি পালন করে অপারেশন থিয়েটারে রোগীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন চিকিৎসক এবং নার্সরা। সেখানে কীভাবে সাপ ঢুকে পড়ল এই নিয়েই ধন্দে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মেডিক্যাল কলেজ হাসপাতাল সুপার সচিন মাহৌর বলেন, “বর্ষাকালে হাসপাতাল চত্বরে সাপ, পোকামাকড়ের উপদ্রব বাড়ে। কিন্তু অপারেশন থিয়েটারের ঘটনার পর হাসপাতালের নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হচ্ছে”।

Advertisements

এর আগেও বিতর্কে জড়ায় এই হাসপাতালের অপারেশন থিয়েটার

এই প্রথম নয়। ঝাঁসির লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজ হাসপাতালের এই অপারেশন থিয়েটার এর আগেও বিতর্কের জেরে সংবাদ শিরোনামে উঠে এসেছিল। গত বছর ১৫ নভেম্বর অপারেশন থিয়েটারে ভয়াবহ আগুন লেগে যায়। ঘটনায় ১৮ টি শিহুর মর্মান্তিক মৃত্যু হয়েছিল। এরপর গত ২৯ আগস্টও অপারেশন থিয়েটারের ইলেকট্রিক প্যালেনে আগুন লেগে গিয়েছিল। যার জেরে সমগ্র হাসপাতাল জুড়ে চরম আতঙ্কের সৃষ্টি হয়। এবার সেই ওটিতেই সাপের দর্শন মেলায় ফের প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা এবং রোগী-সুরক্ষা ব্যবস্থা।