কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM)? রাজধানীর মুখ্যমন্ত্রীর মসনদে এবার মহিলা বসতে চলেছে বলে গুঞ্জন ছড়িয়েছে। বিজেপির অন্দরেও এ নিয়ে আলোচনা চলছে। এই চর্চাতেই উঠে আসছে “শাশুড়ি”র নাম। অনেকেই বলছেন অরবিন্দ কেজরিওয়ালের ছেড়ে যাওয়া মুখ্যমন্ত্রীর চেয়ারে এবার “শাশুড়ি”কে বসাতে পারে বিজেপি।
শাশুড়ি কে? নাম কি? কার শাশুড়ি? ব্যক্তিগত জীবনে এখনও তিনি শাশুড়ি হননি। তবে শাশুড়ি হিসেবেই তিনি পরিচিত। তিনি স্মৃতি ইরানি। ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’ সিরিয়ালের তুলসি। এই চরিত্রেই তিনি অভিনয় করতেন। প্রায় তিন দশক আগে দেশজুড়ে তুমুল জনপ্রিয় ছিল এই সিরিয়াল। জনপ্রিয় ছিলেন তুলসী চরিত্রে অভিনয় করা স্মৃতি ইরানি।
২০১৪ সালের লোকসভা ভোটে তাঁকে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী করে বিজেপি। সে বছর তৃণমূলের প্রার্থী তালিকাতেও দেব, মুনমুন সেন, সন্ধ্যা রায়ের মতো প্রার্থী ছিলেন। তৃণমূলের তারকা প্রার্থীরা জিতেছিলেন। স্মৃতি ইরানি জিততে পারেননি। কিন্তু তিনি প্রথম মোদী সরকারের মন্ত্রী হয়েছিলেন। বিজেপির অন্দরে তাঁর এমনই প্রভাব ছিল। রাজনৈতিক মহলের অনেকেই বলছেন, ভোটে হেরেও মন্ত্রিত্ব পাওয়া স্মৃতি ভোটে না লড়ে মুখ্যমন্ত্রী হতেই পারেন। এমন উদাহরণ অনেক রয়েছে। ২০১৭ সালে যোগী আদিত্যনাথ কিংবা ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়- ভোটে প্রার্থী না হয়েও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।
সেই তত্ত্বেই দিল্লির মুখ্যমন্ত্রীর গদিতে স্মৃতি ইরানির বসার জল্পনা জোরাল হচ্ছে। কারণ এর আগে দক্ষতার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রক সামলেছেন। সংসদে ঝড় তুলেছেন। টেলিভিশন ডিবেটে প্রতিপক্ষকে ঘায়েল করেছেন। ২০১৯ সালের লোকসভা ভোটে রাহুল গান্ধীকে হারিয়েছেন। তবে ২০২৪ সালের ভোটে স্মৃতিকে হারায় আমেঠি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় দেশে ফেরা প্রবাসীদের হিন্দি ছাড়াও মালায়ালাম, বাংলা, গুজরাতি-সহ একাধিক ভাষায় স্বাগত জানান স্মৃতি। তাঁর এই ভাষার দক্ষতা অনেকেরই নজর কাড়ে। দিল্লির মতো এলাকার ক্ষেত্রে এই দক্ষতা রাজনীতির ময়দানে বাড়তি অ্যাডভান্টেজ। অনেক আগে থেকেই বিজেপির অন্দরে স্মৃতি ইরানিকে দিল্লির মুখ্যমন্ত্রী করার দাবি ওঠে। পদ্মের প্রার্থী তালিকায় তাঁর নাম ছিল না। তারপরেও তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা হারায়নি। দিল্লিরতে মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছেন শুনে তা যেন আরও জোরাল হয়। কিন্তু বিজেপির একাংশের দাবি, জয়ী প্রার্থীদের থেকেই কাউকে মুখ্যমন্ত্রী করা হোক। সেই তত্ত্বে কিছুটা ব্যাকফুটে স্মৃতি। তবে জল্পনা জারি রয়েছে।