লোকসভা ভোটের মুখে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন স্মৃতি ইরানি (Smriti Irani)। সোমবার মেরঠের গড় রোডের রাধা গোবিন্দ মণ্ডপে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা আয়োজিত মহিলা সম্মেলনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ওয়ানাডে রাহুল গান্ধীর মনোনয়ন থেকে শুরু করে আমেঠি আসন, সব ইস্যুতেই কটাক্ষ করেছেন তিনি।
লোকসভা ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে, ততই উত্তাপ ছড়াচ্ছে বিরোধীদের মধ্যে। সম্প্রতি, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি মেরঠে অনুষ্ঠিত একটি মহিলা সম্মেলনে যোগ দিয়েছিলেন, যেখানে তিনি কংগ্রেসকে নিশানা করেছিলেন। রাহুল গান্ধীকে নিয়ে কড়া বিবৃতি দিয়ে তিনি বলেন, ‘বিজেপি কর্মীরা জানেন গান্ধী পরিবার আমেঠি আসন থেকে ভোটে লড়তে আসবেন।’
তিনি কংগ্রেসকে প্রশ্ন করেন, গান্ধী পরিবার যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে হয়, তাহলে আজ প্রধানমন্ত্রী আমেঠি অঞ্চলের ১৯ লক্ষ মানুষকে রেশন পাঠাচ্ছেন, গান্ধী পরিবার সেই সব ১৯ লক্ষ পরিবারকে কী বার্তা দেবে, যাঁরা মোদী সরকারের কারণে বিনামূল্যে রেশন পাচ্ছেন? আমেঠি লোকসভা কেন্দ্রের প্রায় ৪ লক্ষ ২০ হাজার কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে ৬ হাজার টাকা দেন নরেন্দ্র মোদী, এই ৪ লক্ষ ২০ হাজার কৃষক পরিবারের জন্য গান্ধী পরিবার কী বলবে?
শুধু তাই নয়, স্মৃতি ইরানি রাহুল গান্ধীকে সন্ত্রাসবাদী সংগঠনের সহযোগী বলেও অভিহিত করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে রাহুল গান্ধী ওয়ানাড থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সন্ত্রাসবাদী সংগঠন পিএফআইয়ের সমর্থন নিয়েছেন তা সর্বজনবিদিত। তিনি বলেন, পিএফআই প্রতিটি জেলায় হিন্দুদের হত্যার জন্য একটি তালিকা তৈরি করেছে। সংবাদমাধ্যম যখন তাঁকে জিজ্ঞাসা করে যে কংগ্রেস কেন এখনও প্রার্থী ঘোষণা করেনি, স্মৃতি ইরানি বলেন যে অনেক কংগ্রেস নেতা স্পষ্ট করে দিয়েছেন যে দলে অন্তর্দ্বন্দ্ব রয়েছে, কারণ দলের কিছু লোক চান রাহুল গান্ধীকে সরিয়ে দেওয়া হোক এবং একজন মহিলাকে নেতৃত্বে আনা হোক। এ বার কংগ্রেস বনাম কংগ্রেস।
#WATCH | Raebareli, Uttar Pradesh: Union Minister Smriti Irani says, “We have received this information that Rahul Gandhi took the support of terrorist organization PFI to contest his election in Wayanad… He insulted Amethi. PM Narendra Modi developed Amethi and the people of… pic.twitter.com/JglrYmljCj
— ANI (@ANI) April 8, 2024