HomeBharatKavach: রেলমন্ত্রীকে নিয়ে ছোটা ইঞ্জিন একই লাইনে মুখোমুখি যাত্রীবাহী ট্রেন

Kavach: রেলমন্ত্রীকে নিয়ে ছোটা ইঞ্জিন একই লাইনে মুখোমুখি যাত্রীবাহী ট্রেন

- Advertisement -

রেল নিয়ে ফের বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। আত্মনির্ভর ভারত’ প্রকল্পের আওতায় তৈরি হয়েছে ‘কবচ’। আর এই ‘কবচ’ এর পরীক্ষা করতে ট্রেনে থাকবেন খোদ রেলমন্ত্রী। রেলমন্ত্রীকে নিয়েই ছুটবে একটি ট্রেন, এরপর সেই ট্রেনটি একেবারের সামনাসামনা মুখোমুখি হবে আরেক ট্রেনের। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

যদিও এই ‘কবচ’এর সৌজন্যে কোনও দুর্ঘটনা হবে না বলে জানানো হয়েছে রেলের তরফে। ‘কবচ’, যার আক্ষরিক অর্থ বর্ম, রেলওয়ে দ্বারা বিশ্বের সবচেয়ে সস্তা স্বয়ংক্রিয় ট্রেন সংঘর্ষ সুরক্ষা ব্যবস্থা হিসাবে প্রচার করা হচ্ছে।

   

দেশীয়ভাবে উন্নত স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা (এটিপি) সিস্টেমটি রেলওয়েকে দুর্ঘটনা এড়ানোর জন্য নির্মিত হয়েছে। কবচ একটি ট্রেনকে স্বয়ংক্রিয়ভাবে থামানোর জন্য ডিজাইন করা হয়েছে যখন এটি একটি নির্ধারিত দূরত্বের মধ্যে একই লাইনে অন্য একটি ট্রেনকে লক্ষ্য করে।

২ হাজার কিলোমিটার দীর্ঘ রেল নেটওয়ার্কে বসতে চলেছে বিশ্বমানের প্রযুক্তি ‘কবচ’। কলকাতা ও দিল্লির রুটের ২৬০ কিলোমিটার রেলপথেও বসবে কবচ। রেডিও কমিউনিকেশন, মাইক্রোপ্রসেসার, জিপিএস প্রযুক্তিতে এই গোটা বিষয়টি কাজ করে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular