রামলীলা ময়দানে কংগ্রেসের SIR বিরোধী বিশাল সমাবেশ

নয়াদিল্লি: দিল্লির রামলীলা ময়দানে আজ SIR (Congress Rally Against SIR) ইস্যুকে কেন্দ্র করে কংগ্রেসের ডাকা বিশাল সমাবেশে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানাল কংগ্রেস…

sir-birodhi-congress-rally-ramlila-maidan-delhi

নয়াদিল্লি: দিল্লির রামলীলা ময়দানে আজ SIR (Congress Rally Against SIR) ইস্যুকে কেন্দ্র করে কংগ্রেসের ডাকা বিশাল সমাবেশে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানাল কংগ্রেস নেতৃত্ব। এই সমাবেশে ওডিশা কংগ্রেসের ইন-চার্জ অজয় কুমার লাল্লু সরাসরি বিজেপিকে “ভোট চুরি করা সরকার” বলে আখ্যা দেন এবং অভিযোগ করেন যে, বর্তমান শাসকদল পরিকল্পিতভাবে দেশের গণতান্ত্রিক কাঠামো ভেঙে ফেলতে চাইছে।

Advertisements

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অজয় কুমার লাল্লু বলেন, “যেভাবে দেশের গণতন্ত্রকে জিম্মি করে রাখা হয়েছে, তাতে স্পষ্ট যে বিজেপি সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চাইছে। এটা শুধু রাজনৈতিক লড়াই নয়, এটা দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষার সংগ্রাম।” তাঁর দাবি, SIR-এর নামে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে ব্যবহার করে বিরোধী দলের সমর্থকদের ভোটাধিকার খর্ব করার চেষ্টা চলছে।

   

রাজ্যের প্রশাসন ব্যর্থ, যুবভারতীর ঘটনা আন্তর্জাতিক খবরে, তোপ দাগলেন শুভেন্দু

লাল্লু আরও বলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী একের পর এক রাজ্যে সাংবাদিক সম্মেলন করে ভোটার তালিকা, ভোটার সংখ্যা এবং বুথভিত্তিক তথ্য তুলে ধরেছেন। “রাহুল গান্ধী শুধু অভিযোগ করেননি, তিনি প্রমাণ দিয়েছেন। প্রতিটি রাজ্যে কীভাবে ভোটার তালিকায় কারচুপি হয়েছে, তা তিনি দেশবাসীর সামনে এনেছেন,” বলেন লাল্লু। তাঁর মতে, এই তথ্য সামনে আসার পরই বিজেপি অস্বস্তিতে পড়েছে।

কংগ্রেস নেতাদের অভিযোগ, SIR প্রক্রিয়ার আড়ালে নির্বাচন ব্যবস্থাকে নিজেদের পক্ষে সাজানোর চেষ্টা করছে বিজেপি। বিরোধীদের দাবি, প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর ভোটাধিকার খর্ব করা এবং শাসকদলের অনুগতদের সুবিধা করে দেওয়াই এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য। আজকের সমাবেশে একাধিক কংগ্রেস নেতা এই আশঙ্কা প্রকাশ করেন যে, এমন চলতে থাকলে আগামী দিনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন কার্যত অসম্ভব হয়ে উঠবে।

রামলীলা ময়দানের সমাবেশে উপস্থিত কংগ্রেস সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো ছিল। হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে তারা “গণতন্ত্র বাঁচাও”, “ভোটাধিকার রক্ষা করো” স্লোগানে মুখর করে তোলে গোটা এলাকা। বক্তারা বারবার সংবিধানের কথা তুলে ধরে বলেন, ভারতের শক্তি তার গণতন্ত্রে, আর সেই ভিত্তিকেই দুর্বল করা হচ্ছে।

লাল্লু তাঁর বক্তৃতায় আরও অভিযোগ করেন, “বিজেপি আজ গণতন্ত্রকে ধ্বংস করে একনায়কতন্ত্রের দিকে দেশকে ঠেলে দিতে চাইছে। বিরোধীদের কণ্ঠরোধ করা, প্রতিষ্ঠানগুলিকে কব্জা করা এবং নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করাই তাদের লক্ষ্য।” তিনি বলেন, কংগ্রেস এই লড়াইয়ে পিছিয়ে আসবে না এবং দেশের প্রতিটি নাগরিককে সঙ্গে নিয়ে এই “ভোট চুরির রাজনীতি”র বিরুদ্ধে রাস্তায় নামবে।

এই সমাবেশের মাধ্যমে কংগ্রেস স্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে, SIR ইস্যুতে তারা কোনও আপস করবে না। দলীয় নেতৃত্বের দাবি, গণতন্ত্র ও সংবিধান রক্ষার প্রশ্নে তারা ঐক্যবদ্ধ এবং প্রয়োজনে দেশজুড়ে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। আজকের রামলীলা ময়দানের জমায়েত সেই বৃহত্তর রাজনৈতিক সংঘাতেরই এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

Advertisements