পাক-সন্ত্রাস মোকাবিলায় সিন্ধু নদের জল আটকাবে ভারত

ইটের বদলে পাটকেল ছুঁড়বে ভারত। পাকিস্তানের (India pakistan relation) সন্ত্রাস মোকাবিলায় এবার নদীর জলকেই হাতিয়ার করতে চলেছে ভারত। জম্মু-কাশ্মীর সীমান্তে সন্ত্রাস বন্ধ করছে না পাকিস্তান।…

Sindu water treaty India is going to withdraw its stake from the treaty to fight against pakistan sponsored terrorism

ইটের বদলে পাটকেল ছুঁড়বে ভারত। পাকিস্তানের (India pakistan relation) সন্ত্রাস মোকাবিলায় এবার নদীর জলকেই হাতিয়ার করতে চলেছে ভারত। জম্মু-কাশ্মীর সীমান্তে সন্ত্রাস বন্ধ করছে না পাকিস্তান। পশ্চিমের প্রতিবেশীকে শিক্ষা দিতে তাই এবার সিন্ধু নদের জল নিয়ে কড়া অবস্থান নিতে চাইছে ভারত। যা নিয়ে ইসলামাবাদকে ইতিমধ্যেই চিঠি ধরিয়েছে নয়াদিল্লি। পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানও (India pakistan relation)। আজ থেকে ৬৪ বছর আগে অর্থ্যাৎ ৫০-এর দশকে ভারত-পাকিস্তানের মধ্যে সিন্ধু জলবন্টন চুক্তি হয়। 

আবারও উত্তরপ্রদেশের রেললাইনে গ্যাস সিলিন্ডার!

   

কিন্তু এবার সেই চুক্তি থেকে বেরিরে আসতে চলেছে ভারত। যা নিয়ে চিঠিতে কড়া বার্তা দিয়ে জানিয়েছে নয়াদিল্লি। এই চুক্তিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে বিশ্বব্যাঙ্ক। কিন্তু এবার এই চুক্তি থেকে ভারত বেরিয়ে এলে বেকায়দায় পড়বে পাকিস্তান। 

ক্ষমতায় আসছে শ্রীলঙ্কার ‘বামফ্রন্ট’, দ্বীপদেশের ব্যালটে লাল সুনামি

কারণ সিন্ধু নদের জলের সংকট হলে বেকায়দায় পড়তে হবে পাকিস্তানের বিস্তৃর্ণ অঞ্চলকে। সিন্ধু প্রদেশের বিরাট এলাকা জুড়ে খরা সৃষ্টি হবে। যারফলে ফসল উৎপাদন থেকে স্বাভাবিক জনজীবন ব্যহত হওয়ার সম্ভাবনা প্রবল। এরফলে ভারতও ভূ-রাজনৈতিকভাবে পাকিস্তানকে বড় ধাক্কা দিতে পারবে বলেই মনে করছে কূটনৈতিক মহল।

প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতিকে কুণালের শুভেচ্ছা!

সিন্ধু চুক্তির পরও ভারতের সঙ্গে চার চারটে যুদ্ধ লড়ে হেরেছে পাকিস্তান। তবুও এতদিন সেই চুক্তির অবস্থান থেকে সরেনি নয়াদিল্লি। কিন্তু গতবছর জানুয়ারি মাসেই নিজের অবস্থান জানিয়ে পাকিস্তানকে কড়া চিঠি দিয়েছিল ভারত। তবুও তার কোনও জবাব আসেনি। এবার দ্বিতীয় চিঠির পর নয়াদিল্লি কী অবস্থান নেয় আগামীদিনে সেদিকেই তাকিয়ে রয়েছে কূটনৈতিক মহল।